মুম্বই, ১১ জুন: নুর মালবিকা দাস (Noor Malabika Das) কেন আত্মহত্যা (Suicide) করলেন, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে বলিউডে। মাত্র ৩৭ বছর বয়সে কেন এই অভিনেত্রী নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে একাধিক জল্পনা চলছে। নূর মালবিকা দাসের মৃত্যুর বিষয়ে এবার মুখ খুললেন প্রয়াত অভিনেত্রীর পরিবার। নুর মালবিকা দাসের পরিবারের তরফে জানানো হয়, তাঁদের বাড়ির মেয়ে মানসিক অবসাদে ভুগছিলেন। মানসিক অবসাদে ভুগেই মালবিকা আত্মহননের পথ বেছে নেন বলে তাঁর পরিবারের তরফে জানানো হয়।
অসমের করিমগঞ্জের মেয়ে নুর মালবিকা মুম্বইতে আসেন কেরিয়ার গড়তে। বড় আশা নিয়েই বলিউডে পা রাখেন নুর মালবিকা দাস। কাজলের জনপ্রিয় ওয়েব সিরিজ দ্য ট্রায়ালে দেখা যায় মালবিকাকে। তবে নিজের কেরিয়ার নিয়ে সন্তুষ্ট ছিলেন না মালবিকা। ফলে মানসিক অবসাদ থেকেই তিনি হয়ত এই ধরনের পদক্ষেপ করেছেন বলে মনে করেন মালবিকার পিসি আরতী দাস।
কাতার এয়ারওয়েজে বিমান সেবিকার চাকরি করতেন নুর মালবিকা। সেই চাকরি ছেড়ে তিনি মুম্বইতে হাজির হন কেরিয়ার গড়তে। তিখি চাটনি, দেখি আনদেখি-র মত একাধিক মেগা এবং সিরিজে দেখা যায় মালবিকাকে। তবে দ্য ট্রায়ালে যীশু সেনগুপ্ত এবং কাজলের সঙ্গে শেষ স্ক্রিন শেয়ার করতে দেখা যায় এই অভিনেত্রীকে।
নুর মালবিকা দাসের যে মৃত্যু হয়েছে, তা কেউ ঘুনাক্ষরেও টের পাননি। অভিনেত্রীর প্রতিবেশীরা তাঁর ফ্ল্যাট থেকে পচা গন্ধ বের হচ্ছে, পুলিশকে এই খবর দেন। এরপর পুলিশ লোখন্ডওয়ালায় মালবিকার ফ্ল্য়াটের দরজা ভেঙে সেখান থেকে অভিনেত্রী পচাগলা মৃতদেহ উদ্ধার করে। পুলিশ মৃতদেহের পাশ থেকে অভিনেত্রীর ওষুধ মোবাইল ফোন এবং ডায়রি উদ্ধার করেছে।
পুলিশ নুর মালবিকা দাসের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে, সেখান থেকে কেউ এগিয়ে আসেননি। এরপর পুলিশই দায়িত্ব নিয়ে নুর মালবিকা দাসের শেষকৃত্য সম্পন্ন করে।