Payal Malik (Photo Credit: ANI)

দিল্লি, ২ জুলাই: 'জীবনে আমি যে ভুল করেছি, তা যেন কেউ না করে। কারও দুই বিয়ে কখনওই সমর্থনযোগ্য নয়।' বিগ বস ওটিটি থ্রি-র ঘর (Bigg Boss OTT 3) থেকে বেরিয়ে এমনই মন্তব্য করলেন পায়েল মালিক (Payal Malik)। বিগ বস ওটিটি থ্রি থেকে পায়েল মালিক দ্বিতীয় সপ্তাহেই আউট হয়ে যান। বিগ বসের ঘর থেকে বেরিয়ে পায়েল বলেন, তাঁর নমিনেশনে আার কথাই নয়। নেজি তাঁকে নমিনেট করেন কিন্তু ওঁর কাছে কোনও কারণ ছিল না। তবে তিনি বেরিয়ে এসেছেন বলে বিগ বসের ঘরে আরমান মালিক এবং তাঁর দ্বিতীয় স্ত্রী কৃতিকাকে দেখে, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন না। কারণ কৃতিকা এবং তিনি খুব ভাল বন্ধু। আরমানের থেকেও কৃতিকা এবং তিনি বন্ধুত্বের দিক থেকে একে অপরের অনেক কাছে বলে মন্তব্য করেন জনপ্রিয় ইউটিউবার আরমান মালিকের প্রথম স্ত্রী পায়েল।

আরও পড়ুন: Bigg Boss OTT 3: বিগ বস থেকে প্রথম স্ত্রী বেরোতেই চাঞ্চল্যকর মন্তব্য আরমান মালিকের, কী বললেন ইউটিউবার

শুনুন কী বললেন পায়েল মালিক...

 

 

View this post on Instagram

 

তবে তিনি পরিস্থিতির স্বীকার হয়েই আরমানের দ্বিতীয় বিয়ে মেনে নিয়েছিলেন। তাই বলে আর কেউ যাতে কখনও ২ বিয়েকে সমর্থন না করেন, সেই বার্তাও দিতে দেখা যায় পায়েল মালিককে।

তবে তিনি বিগ বসের ঘর থেকে বের হলেও, আরমান এবং কৃতিকা রয়েছেন এখনও। তাই তাঁদের প্রত্যেকে প্রাণ খুলে ভোট করুন, তাঁদের পাশে থাকুন বলেও আবেদন করেন পায়েল মালিক।