অনুভব সিনহা ও স্বরা ভাস্কর

বুধবার সিবিআই-এর বিশেষ আদালতের রায়ে বাবরি মসজিদ ধ্বংস মামলায় (Babri Masjid Demolition Case) লালকৃষ্ণ আদবানি (Lal Krishna Advani) সহ ৩২ জন অভিযুক্ত বেকসুর খালাস পেয়ে গেল। এই হাইভোল্টেজ খবরকে কেন্দ্র করে প্রায় একদিন ধরে দেশে নানারকম সতর্কতা নেওয়া হয়েছিল। রায় প্রকাশ্যের আসার পর বলিউজ সেলেবরা একের পর এক ঠাট্টার টুইট করে চলেছেন। এই তালিকায় অনুভব সিনহার পাশাপাশি স্বরা ভাস্করের মতো অভিনেত্রীও রয়েছেন। প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানিকে উদ্দেশ্য করে এক টুইট বার্তায় পরিচালক অনুভব সিনহা লিখেছে, “এই দেশকে একাহতে হাতে রক্তাক্ত করার অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন, লালকৃষ্ণ আদবানি আপনাকে অভিনন্দন। ঈশ্বর আপনাকে দীর্ঘ জীবন দিক।” আরও পড়ুন-Soham Chakraborty: এবার করোনা আক্রান্ত টলি অভিনেতা সোহম চক্রবর্তী, ভর্তি হাসপাতালে

পরিচালক হনসল মেহতার টুইটার পোস্ট, “বাবরি মসজিদ ধ্বংস করেছে ঈশ্বর।” অভিনেত্রী গৌহর খানের টুইটার পোস্ট, “কিন্তু অবশ্যই! এটা ভূমিকম্প ছিল! হা হা হা হা, কি রসিকতা!” অভিনত্রী স্বরা ভাস্কর লিখেছেন, “বাবরি মসজিদ নিজে থেকেই ভেঙে পড়েছিল।” অভিনেতা সুশান্ত সিংয়ের মন্তব্য, “কেউ কোনওদিন এখানে আসেননি। কেউ এখানে মসজিদ তৈরি করাননি। চির ঘুমে থাকো সুবিচার।”

রাজনীতিক অভিনেতা প্রকাশ রাজের টুইট, “বাবরি মসজিদ ধ্বংসের মামলা আসলে হিট অ্যান্ড রান কেস। চালক বেকসুর খালাস পেল। সুবিচারকে বন্দি করে কবর দেওয়া হল। নতুন ভারত।” পরিচালক অনিল শর্মার টুইট, “এই মামলার রায় অন্যরকম হবে আশাই করিনি।” এই মামলায় অভিযুক্তদের মধ্যে ছিলেন ভারতের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুরলী মনোহর জোশী, উমা ভারতী, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং এবং মহান্ত নিত্যগোপাল দাস।