মুম্বই, ২৭ অক্টোবর: নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) মুম্বইয়ের জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede) বিরুদ্ধে ফের তোপ দাগলেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক (Nawab Malik)। বুধবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হন এনসিপি নেতা নবাব মালিক। সেখানেই ফের ৩ অক্টোবর গোয়াগামী প্রমোদতরীর রেভ পার্টির প্রসঙ্গের অবতারণা করেন মহারাষ্ট্রের সংখ্যালঘু বিষয়ক উন্নয়ন মন্ত্রী।
নবাব মালিক বলেন, ৩ অক্টোবর গোয়াগামী (Goa) প্রমোতরীর রেভ পার্টিতে আন্তর্জাতিক মাদক মাফিয়া তাঁর বান্ধীবকে নিয়ে হাজির হন। দাঁড়িওয়ালা সেই ব্যক্তিকে (আন্তর্জাতিক মাদক মাফিয়া) ধরা হল না। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর প্রায় প্রত্যেকেই জানেন, ৩ অক্টোবর গোয়াগামী ওই প্রমোদতরীর ওই দাড়িওয়ালা ব্যক্তির পরিচয়। আন্তর্জাতিক মাদক চক্রের মাফিয়া যদি সেদিনের পার্টিতে হাজির হন, তাহলে তাঁর খোঁজ করা উচিত গোয়েন্দাদের। এমনই মন্তব্য করেন নবাব মালিক। এমনকী, দাড়িওয়ালা ওই ব্যক্তি এনসিবির মুম্বই ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের 'বন্ধু' বলেও ওই সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন মহারাষ্ট্রের মন্ত্রী।
শুনুন কী বললেন নবাব মালিক...
#WATCH | As per my info, an international drug mafia, his girlfriend were there at the drugs party. He has a beard. Everyone from NCB knows who that bearded person is...NCB should look for him too. We feel that he's also friends with Sameer Wankhede: Maharashtra Min Nawab Malik pic.twitter.com/B1AnNhlA0T
— ANI (@ANI) October 27, 2021
আরিয়ান খান (Aryan Khan Drug Case) মাদক মামলার শুনানি শুরুর পর থেকেই এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede) বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন নবাব মালিক। সম্প্রতি সমীর ওয়াংখেড়ে জন্মসূত্রে মুসলিম বলেও দাবি করেন নবাব মালিক। যা নিয়ে এনসিবি অফিসারের বাবাকে মুখ খুলতে দেখা যায়।
পাশাপাশি শাহরুখ (Shah Rukh Khan) তনয় আরিয়ান খানকে মুক্ত করতে এনসিবির তরফে ২৫ কোটি ঘুষের প্রস্তাব আসে। যার মধ্যে ৮ কোটি সমীর ওয়াংখেড়ে খাতে যাবে বলে তিনি অজ্ঞাত পরিচয়ের চিঠি পেয়েছেন বলে অভিযোগ করেন মহা মন্ত্রী। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়। তবে বিনা তথ্য প্রমাণে শুধুমাত্র অজ্ঞাত পরিচয়ের চিঠির উপর নির্ভর করে সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে স্পষ্ট জানানো হয়।