Aryan Khan, Shah Rukh Khan's Son (Photo Credit: Instagram)

মুম্বই, ২৯ অক্টোবর: শুক্রবার জেল (Jail) থেকে বের হতে পারবেন আরিয়ান খান। আজ বিকেল ৫টা নাগাদ আর্থার রোড জেল থেকে মন্নতে (Mannat) যাবেন শাহরুখ (Shah Rukh Khan) তনয়। বৃহস্পতিবার বম্বে হাইকোর্টের তরফে আরিয়ান খানের জামিন মঞ্জুর করা হয়। সেই অনুযায়ী আজ জেল থেকে মুক্তি মিলবে শাহরুখ পুত্রের।

আরিয়ান খানের (Aryan Khan) জামিনের সমস্ত নিয়মকানুন পূরণ করতে তাঁর আইনজীবী হাজির হয়েছেন নগর দায়রা আদালতে। সেখানেই সমস্ত কাগজপত্রের কাজ শেষ করবেন আরিয়ানের আইনজীবী।

আরও পড়ুন:  Aryan Khan's Bail: আরিয়ানের জামিনের পর হু হু করে কেঁদে ফেলেন গৌরী খান

পাশপাাশি আরিয়ানকে ব্যক্তিগত বন্ডে ১ লক্ষ টাকা জমা রাখতে হবে। পাশাপাশি সহঅভিযুক্তদের সঙ্গে আরিয়ান কোনও যোগাযোগ রাখতে পারবেন না। এই মুহূর্তে দেশ ছেড়ে বিদেশে যেতে পারবেন না শাহরুখ পুত্র। জমা রাখতে হবে তাঁর পাসপোর্ট। জরুরি ভিত্তিতে বিদেশে যেতে হবে, স্পেশাল এনডিপিএস আদালতের নির্দেশ নিতে হবে তাঁকে। পাশপাশি প্রত্যেক শুক্রবার ১১টা থেকে দুপুর ২টোর মধ্যে আরিয়ানকে মুম্বইয়ের এনিসিবি (NCB) অফিসে হাজিরা দিতে হবে বলে জানানো হয়েছে।