Ananya Panday: মাদকের জালে আনন্যা পান্ডে? এনসিবির অফিসে পৌঁছলেন অভিনেত্রী
Ananya Pandey (Photo Credit: Ananya Pandey/Instagram)

মুম্বই, ২১ অক্টোবর: এনসিবি (NCB) অফিসে পৌঁছলেন অনন্য়া পান্ডে (Ananya Pandey)। মাদক মমালায় আজ অনন্যা পান্ডেকে সমন পাঠায় এনসিবি। এরপরই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসে পৌঁছে যান অভিনেত্রী।

 

অনন্যা পান্ডের ব্যান্দ্রার বাড়িতে আজ তল্লাশি চালান নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। অনন্যার বাড়িতে তল্লাশির পর সাংবাদিকদের মুখোমুখি হন এনসিবি অফিসার অশোক জৈন। তিনি বলেন, অনন্যা পান্ডের বাড়িতে তল্লাশির পর তাঁকে সমন পাঠানো হয়। এনসিবি তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায়। আজ দুপুর ২টো নাগাদ অনন্যার এনসিবি দফতরে হাজির হওয়ার কথা ছিল। তবে সেই সময় কিছুটা পিছিয়ে সাড়ে তিনটের পর নারকোটিক্স কন্ট্রোল ব্য়ুরোর মুম্বইয়ের অফিসে পৌঁছন চাঙ্কি পান্ডে কন্যা।

আরও পড়ুন:  Aryan Khan Drug Case: 'মন্নতে রেড হয়নি', শাহরুখের বাড়ি থেকে বেরিয়ে বললেন এনসিবির সমীর ওয়াংখেড়ে

এদিকে অনন্যা পান্ডে এনসিবি অফিসে পৌঁছনোর আগেই মেয়ের জন্য আইনজীবীর পরামর্শ নেন চাঙ্কি পান্ডে। তবে পরিবারের তরফে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

'স্টুডেন্ট অফ দ্যা ইয়ার পার্ট টু' দিয়ে বলিউডে (Bollywood) পা রাখেন অনন্যা পান্ডে। এরপর 'পতী, পত্নী অউর ও', 'খালিপিলি' সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন অনন্যা পান্ডে। সম্প্রতি দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) সঙ্গেও একটি ছবিতে স্ক্রিন শেয়ার করছেন অনন্যা পান্ডে।