Arbaaz Khan On Malaika Arora: 'নির্বিরোধী, সিদ্ধান্তহীনতায় ভোগেন', প্রাক্তন স্ত্রী মালাইকার মন্তব্যে কী বললেন আরবাজ
Arbaaz Khan, Malaika Arora (Photo Credit: Instagram)

মুম্বই, ২৬ এপ্রিল:  আরবাজ খান (Arbaaz Khan) অনেক বিষয়ে নির্বিরোধী। জীবনের অনেক বিষয়ে তিনি সিদ্ধান্তহীনতায় ভোগেন। সিদ্ধান্ত নিতে পারেন না। ছেলে আরহান খানের পডকাস্টে হাজির হয়ে সম্প্রতি এমনই মন্তব্য করেন মালাইকা অরোরা (Malaika Arora)। প্রাক্তন স্ত্রীর এই ধরনের মন্তব্যের প্রেক্ষিতে কী বলবেন বলে প্রশ্ন করা হয় আরবাজকে। যার উত্তরে আরবাজ খান বলেন, তাঁর সম্পর্কে মালাইকা যা বলেছেন, সেটা তাঁর নিজস্ব মত। নিজের মতামত প্রকাশের স্বাধীনতা মালইকার আছে। তিনি এ বিষয়ে ভুল কিছু দেখেন না। কিছু মনেও করেন না। মালাইকার যা ভাল মনে হয়েছে, তিনি বলেছেন। তাই এ বিষয়ে তাঁর কোনও আপত্তি থাকতে পারে না। জীবনের প্রায় প্রত্যেক বিষয়ে তাঁর সুস্পষ্ট মত রয়েছে। তাই প্রাক্তন স্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে তিনি কোনও মন্তব্য করতে চান না বলে স্পষ্ট জানান আরবাজ খান।

আরও পড়ুন: Malaika Arora: 'কতজন শয্যাসঙ্গিনীর সঙ্গে সময় কাটিয়েছে?' ছেলেকে মালাইকার প্রশ্ন শুনে রাগলেন নেটিজেনরা

পাশাপাশি আরবাজ আরও বলেন, মালাইকা যা বলেছেন, তা তাঁর নিজের ছেলেকে (Arhaan Khan)। মা, ছেলের মাঝে কী কথোপকথন হয়েছে, তা নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না বলেও স্পষ্ট জানান আরবাজ।