Ankita Lokhande and Sushant Singh Rajput (Photo Credits: Twitter)

মুম্বই, ১৪ সেপ্টেম্বর: সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর ৩ মাস পূর্ণ হল আজ। নিজের টুইটারে আবেগঘন পোস্ট অঙ্কিতা লোখান্ডের (Ankita Lokhande)। টেলি-অভিনেত্রী লিখেছেন, "তিন মাস ঝড়ের গতিতে কেটে গেল। জীবন নিজের ছন্দেই এগিয়ে চলে... কিন্তু প্রিয়জনের কিছু স্মৃতি কখনও ভোলা যায়না। তুমি আমাদের চিন্তাভাবনার সঙ্গে সবসময় জড়িয়ে থাকবে।" পড়ুন: Raj Chakraborty-Subhashree Blessed with a Baby Boy: রাজের পরিবারে এল নতুন সদস্য, মা হলেন শুভশ্রী

অঙ্কিতা নিজের পোস্টে সুশান্ত সিং রাজপুতের বিচারের দাবি জানালেন আরও একবার। #Justice4SSRIsGlobalDemand এবং #itsalready3monthstoday দিয়ে শেয়ার করেছেন তিনি। ১৪ জুন মুম্বইয়ে নিজের আবাসনে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতকে। ভাইয়ের মৃত্যুর তিন মাস পর সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি 'জোশ-ই-জাহান' গানটি শেয়ার করেন ভাইয়ের উদ্দেশে। নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি।

গানটি শেয়ার করে শ্বেতা সিং কীর্তি লিখেছেন, " ৯০ দিন পেরিয়ে গেল। আজ শারীরিকভাবে ভাই (সুশান্ত) আমাদের সঙ্গে নেই। কিন্তু ও আমাদের সঙ্গে সর্বক্ষণ রয়েছে। তাই তাঁকে স্মরণ করেই এই গানটি শেয়ার করলাম।"