Katrina-Vicky: স্ত্রী হিসেবে ক্যাটরিনাকে কেমন রূপে চান, খোলসা করলেন বিকি কৌশল
Vikcy Kaushal, Katrina Kaif (Photo Credit: Instagram)

মুম্বই, ১৩ নভেম্বর: আর কয়েকদিনের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসছেন ক্যাটরিনা কাইফ এবং বিকি কৌশল। ক্যাটরিনা (Katrina Kaif)এবং বিকির বিয়ে নিয়ে যখন জোর জল্পনা শুরু হয়, সেই সময় বিয়ার গ্রিলসের অনুষ্ঠানে হাজির হন বলিউড অভিনেতা।

বিয়ার গ্রিলসের অনুষ্ঠানে হাজির হয়ে বিকি কৌশল ( Vicky Kaushal) নিজের মনের মতো সঙ্গীর বিষয়ে খোলসা করেন বিকি কৌশল। বিকি বলেন, তিনি এমন একজন সঙ্গীকে চান যিনি সব সময় তাঁকে ভালবাসবেন। একে অপরের ভালমন্দ বুঝে নিতে পারবেন। একে অপরের ভালবাসা দিয়ে নিজেদের ঘর তৈরি করতে পারবেন, এমন কোনও সঙ্গীকে তিনি চান বলে জানান বিকি কৌশল।

আরও পড়ুন: Narendra Modi: মধ্যপ্রদেশে ৪ ঘণ্টা, জনজাতিদের অনুষ্ঠানে মোদীর উপস্থিতিতে খরচ ২৩ কোটি

দেখুন বিকি কৌশলের সঙ্গে বিয়ার গ্রিলসকে...

 

 

View this post on Instagram

 

এদিকে চলতি বছরের শেষে রাজস্থানের (Rajasthan) একটি ফোর্টে বিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ বিয়ের পিঁড়িতে বসবেন বলে খবর। জানা যাচ্ছে, বিয়ের জন্য সব্যসাচীর পোশাকে সাজবেন ক্যাটরিনা। যার জন্য ইতিমধ্যেই কনের পোশাক তৈরি শুরু করেছেন সব্যাসাচী মুখোপাধ্যায়।