Alia Bhatt, Shaheen Bhatt (Photo Credit: Instagram)

মুম্বই, ২৮ নভেম্বরঃ দিদি-বোনের সম্পর্ক পৃথিবীর অন্যতম এক মধুর সম্পর্ক। দিদি শাহীনের (Shaheen Bhatt) জন্মদিনে বোন আলিয়ার আদুরে শুভেচ্ছাবার্তা নতুন করে যেন তা আবার মনে করিয়ে দিল। ২৮ নভেম্বর মহেশ ভাটের (Mahesh Bhatt)) বড় কন্যা এবং আলিয়া ভাটের দিদি শাহীন ভাটের (Shaheen Bhatt) জন্মদিন। দিদিকে জন্মদিনে আদর মাখা এক শুভেচ্ছাবার্তা পাঠালেন বোন আলিয়া (Alia Bhatt Wishes Birthday To Shaheen Bhatt)। লিখছেন, “শুভ জন্মদিন পৃথিবীর সব থেকে সেরা মানুষটিকে”। রাশিয়ায় মুক্তি পাচ্ছে ‘পুষ্পা’, ছবির প্রিমিয়ারে থাকবে গোটা টিম

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

মনিষ মলহোত্রা (Manish Malhotra) থেকে শুরু করে দিয়া মির্জা (Dia Mirza) বলিউডের বহু তারকার শুভেচ্ছাবার্তা চোখে পড়েছে আলিয়ার এদিনের পোস্টে। একমাত্র বউমার দিদির জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন শাশুড়ি নীতু কাপুরও (Neetu Kapoor)। লিখেছেন, ‘শুভ জন্মদিন শাহজি’। লতা মঙ্গেশকরের ভাইরাল গানে এবার মজলেন ক্যাটরিনা, ভিকি পত্নীর নাচ দেখে ঘাম ছুটছে নেটবাসীর

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

চলতি মাসেই মা হয়েছেন ‘হাইওয়ে’ (Highway) অভিনেত্রী আলিয়া ভাট। ৬ নভেম্বর কাপুর পরিবারে এসেছে রণবীর-আলিয়ার (Ranbir-Alia) একমাত্র কন্যা। মেয়ের নাম রেখেছেন রাহা। সেই নাম বাছাই করেছেন ঠাকুমা নীতু কাপুর। বিভিন্ন ভাষায় এই নামের বিভিন্ন মানে রয়েছে। সেই বিশ্লেষণও করেছেন নতুন মা আলিয়া ভাট (Alia Bhatt)।