Cuttputlli (Photo Credits: Facebook)

মুম্বই, ১২ জানুয়ারিঃ গতবছর ওটিটি মঞ্চে সবচেয়ে বেশি বার দেখা ছবির তকমা পেল অক্ষয় কুমার অভিনীত সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার ছবি ‘কাটপুতলি’ (Cuttputlli)। ২০২২ সালে ওটিটি মঞ্চে মুক্তিপ্রাপ্ত একাধিক ছবি এবং সিরিজের ভিড়ে অক্ষয় কুমারের (Akshay Kumar) ‘কাটপুতলি’ দর্শকদের সবথেকে বেশিবার দেখা ছবির খেতার অর্জন করেছে (Most Viewed Film 2022)।মানবিক, দিল্লির তরুণীর চিকিৎসায় ১৫ লক্ষ আর্থিক সাহায্য অক্ষয় কুমারের

মিডিয়া পরামর্শক প্রতিষ্ঠান অরম্যাক্স-এর একটি রিপোর্টে সেই তথ্যই প্রকাশ করা হয়েছে। গতবছর ওটিটি মঞ্চে মুক্তি পাওয়া ছবি এবং সিরিজের ভিড়ে দর্শক দ্বারা  সব থেকে বেশি বার দেখা হয়েছে ‘কাটপুতলি’। ডিজনি প্লাস হটস্টারে (Disney Plus Hotstar) মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার (Akshay Kumar), রকুলপ্রীত (Rakul Preet Singh) অভিনীত এই সাইকোলজিক্যাল ক্রাইম থিলার। রিপোর্ট অনুযায়ী, ২৬.৯ মিলিয়ন ভিউ হয়েছে ছবিটির।

২০২২ সালটি অভিনেতা অক্ষয় কুমারের জন্যে খুব একটা সুখকর ছিল না। সেই বছর মুক্তি পাওয়া অক্ষয় অভিনীত প্রতিটি ছবিই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। বচ্চন পাণ্ডে (Bachchhan Paandey), ‘পৃথ্বীরাজ (Prithviraj), রক্ষা বন্ধন (Raksha Bandhan), রাম সেতু (Ram Setu) একের পর এক বক্স অফিস ফ্লপ ছবি। ‘খিলাড়ী’র কোন ছবিই মন জয় করতে পারেনি দর্শকদের। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ওই সকল ফ্লপ ছবির মাঝে ওটিটি মঞ্চে মুক্তিপ্রাপ্ত ‘কাটপুতলি’ মান রাখল অক্ষয়ের। ওটিটি মঞ্চে সর্বাধিক দেখা ছবির তালিকায় শীর্ষে স্থান করে নিয়েছে ‘কাটপুতলি’ (Most Viewed Film of 2022)।