Akshay Kumar and son Aarav Kumar (Photo Credit: Twitter)

মুম্বই, ১৩ নভেম্বরঃ বলিউডের প্রথম সারির তারকাদের মধ্যে বিরাজ করেন অক্ষয় কুমার (Akshay Kumar)। নিজের সুদীর্ঘ চলচ্চিত্র কেরিয়ারে বলিউডকে তিনি উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি। তবে চলতি বছর আক্কির কাছে খুব একটা সুখকর ছিল না। ‘খিলাড়ি’ অভিনীত চলতি বছরের সকল মুক্তি প্রাপ্ত ছবিই একপ্রকার মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। তবে তাঁর খ্যাতিতে কোন আঁচ পড়েনি। আর পরবেই বা কেন। কাজ করতে গেলে ভাল মন্দ দুটোকেই মানিয়ে নিতে হবে।

 

 

View this post on Instagram

 

A post shared by HT City (@htcity)

তবে অক্ষয় কুমার বলিউডের এত বড় তারকা হওয়া সত্ত্বেও তাঁর ছেলে আরভের (Akshay Kumar Son) একেবারেই আগ্রহ নেই অভিনয় নিয়ে। বাবা অক্ষয় কুমার, মা টুইঙ্কেল খান্না (Twinkle Khanna), দাদু রাজেশ খান্না (Rajesh Khanna), দিদিমা ডিম্পল কাপাডিয়া (Dimple Kapadia)। আরভের (Aarav Kumar) গোটা পরিবার ফ্লিমি ব্যাকগ্রাউন্ডের। কিন্তু তা সত্ত্বেও অভিনয় থেকে নিজেকে বরাবর দূরে রাখে সে। মিডিয়ার আলোতেও খুব একটা দেখা যায় না অক্ষয় পুত্রকে (Akshay Kumar Son)।

আরও পড়ুনঃ বিগ বসে ফিরছেন অর্চনা, কী প্রতিক্রিয়া সদস্যদের? দেখুন

অভিনয় নয় বরং অন্য কিছুতেই বেশি ঝোঁক আরভ কুমারের (Aarav Kumar)। সম্প্রতি মুম্বইয়ের এক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ফ্যাশন ডিজাইনিং-এর প্রতি বেজায় ঝোঁক রয়েছে আরভের। সেই সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারের সময় বলিউড ‘খিলাড়ি’ বলেন, “আমার ছেলেকে আমি ভাল সিনেমা দেখাতে চাই। সিনেমার গল্প করি ওর সঙ্গে। কিন্তু সে একেবারেই সিনেমা দেখতে চায় না”। আক্কি (Akshay Kumar) আরও যোগ করেছেন, সিনেমা নিয়ে তাঁর ছেলের কোন আগ্রহই নেই। সে একজন ফ্যাশন ডিজাইনার হতে চায়।