Mouni Roy Wedding: শাঁখা-পলায় সেজে, পান পাতায় মুখ ঢেকে বাঙালি রীতিতে সূরযের সঙ্গে বাঁধা পড়লেন মৌনী রায়
Mouni Roy Wedding (Photo Credit: Instagram)

পানাজি, ২৮ জানুয়ারি: মালয়ালি রীতির পর এবার বাঙালি রীতি মেনে বিয়ে সারলেন মৌনী রায় (Mouni Roy) এবং সূরয নাম্বিয়ার (Suraj Nambiar)। বাঙালি অনুষ্ঠানে পান পাতা দিয়ে মুখ ঢেকে বিয়ের আসরে হাজির হন মৌনী রায়। শুধু তাই নয়, বাঙালি রীতি অনুসরণ করেই, পান পাতা দিয়ে মুখ ঢাকতে দেখা যায় বাঙালি কন্যাকে। মৌনী রায়ের বাঙালি বিয়ের অনুষ্ঠানের ছবি এবং ভিডিয়োও ভাইরাল হতে শুরু করে সামাজিক মাধ্যমে। মৌনী রায় নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও বাঙালি রীতি মেনে বিয়ের অনুষ্ঠানের একের পর এক ছবি শেয়ার করেন। যেখানে লেহেঙ্গা চোলিতে সাজলেও, মৌনীর হাতে শাঁখা-পলার সাজ দেখা যায়। দেখুন..

 

 

View this post on Instagram

 

সূরয নাম্বিয়ারের সঙ্গে বেশ কয়েক বছরের সাম্পর্ক থাকলেও, মৌনী রায় কখনও তা প্রকাশ্যে আনেননি। এমনকী, কখনও কোনও মন্তব্যও করতে শোনা যায়নি তাঁকে।

আরও পড়ুন:  Shweta Tiwari: 'ভগবান আমার ব্রা-র সাইজ দেখে দেন', অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মন্তব্যে বিতর্কের ঝড়

মৌনী এবং সূরয সাতপাকে বাঁধা পড়তে চলেছেন, এই খবর প্রথম প্রকাশ্যে আসে অভিনেত্রীর এক ভাইয়ের মুখ থেকে। মৌনী বিয়ের বিষয়ে মুখে কুলুপ এঁটেই ছিলেন এতদিন ধরে।