Sonu Sood (Photo Credit: Sonu Sood Fan Page/Instagram)

মুম্বই, ২৫ সেপ্টেম্বর: ২০ কোটি কর ফাঁকি দেওয়ার অভিযোগে সোনু সুদের (Sonu Sood) অফিসে তল্লাশি চালায় আয়কর দফতর৷ যা নিয়ে প্রায় গোটা দেশ জুড়ে শুরু হয় চাঞ্চল্য৷ সোনু সুদের অফিসে আয়কর দফতরের তল্লাশির পর সম্প্রতি ফের তসংবাদমাধ্যমের মুখোমুখি হন 'গরীবের মহিসা'৷

সোনু সুদ বলেন,  কয়েক মাস আগে থেকে তিনি ফান্ড জোগাড় শুরু করেছেন৷ কোভিড (COVID 19) সংক্রমণ যখন প্রথম শুরু হয়, সেই সময় লকডাউনের (Lockdown) জেরে অনেক মানুষ ঘরে ফিরতে পারছিলেন না৷ তাঁদের জন্য নিজের সাধ্যমতো চেষ্টা চালিয়ে সব জোগাড় করেন৷ যখন থেকে অর্থ ফুরোতে শুরু করে, তখন থেকে অর্থাৎ কয়েক মাস আগে থেকে ফান্ড জোগাড় শুরু করেন৷ মানুষের কষ্টার্জিত অর্থ তিনি কোনওভাবেই নষ্ট হতে দেবেন না৷ মানুষের কষ্টের অর্থ সঠিক খাতে ব্যায় করাই তাঁর উদ্দেশ্যে বলে জানান সোনু সুদ৷

আরও পড়ুন: Cyclone Gulab: রবিবার আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'গুলাব', ওড়িশা, অন্ধ্রে সতর্কতা, রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা

তরাঁ স্বপ্ন অনেক বড়৷ তাই তিনি একটি বড় মিশনে রয়েছেন বলেও জানান বলিউড (Bollywood) অভিনেতা৷