অভিনেতা মোহিত বাঘেল (Photo: Facebook)

মুম্বই, ২৩ মে: প্রয়াত হলেন অভিনেতা মোহিত বাঘেল (Mohit Baghel)। দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন তিনি। তাঁর বয়স হয়েছিল মাত্র ২৭ বছর। কমেডি শো ছোটে মিয়াঁ (Chote Miya) দিয়ে দিয়ে বলিউডে যাত্রা শুরু করেছিলেন তিনি। এছাড়াও সিদ্ধার্থ মালহোত্রা-পরিণীতি চোপড়া অভিনীত জবারিয়া জোড়ি সিনেমাতেও তিনি কাজ করেছিলেন।

মোহিতের প্রয়াণে শোক প্রকাশ করেছেন অভিনেতা পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। তিনি লিখেছেন,"একজন দারুন মানুষের সাথে কাজ করার জন্য আমি খুশি। মোহিত খুব ইতিবাচক এবং সর্বদা অনুপ্রাণিত থাকতো। লাভ ইউ মোহিত।" আরও পড়ুন: Cyclone Amphan: 'আম্ফানে ক্ষতিগ্রস্তরা আমার আপন, আমার পরিবারের মতো', টুইট শাহরুখ খানের

মোহিত বলিউডের বেশ জনপ্রিয় মুখ এবং জাবরিয়া জোড়ির ছাড়াও সলমন খান অভিনীত রেডি ছবিতেও তিনি কাজ করেছিলেন। তরুণ এই অভিনেতা ১৯৯৩ সালের ৭ জুন জন্মেছিলেন।