Suhani Bhatnagar Death: মাত্র ১৯ বছর বয়সে থমকে গেল তরুণ অভিনেত্রী সুহানি ভাটনাগরের জীবন। আমির খানের (Aamir Khan) জনপ্রিয় ছবি 'দঙ্গল'এ (Dangal) কুস্তিগীর ববিতা ফোগাটের ছেলেবেলার চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিল সুহানি। সেই সময় তার বয়স ছিল মাত্র ১০। এর আগে বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছিল সে। তবে খুদে সুহানিকে খ্যাতি এনে দিয়েছিল আমিরের দঙ্গলই। শনিবার, ১৭ ফেব্রুয়ারি আচমকা সুহানির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে। খুদে সহ অভিনেত্রীর মৃত্যুর খবরে মর্মাহত অভিনেতা আমির খান (Aamir Khan)। তাঁর প্রযোজনা সংস্থার তরফে এক্স হ্যান্ডেলে শোকজ্ঞাপন করে লেখা হয়েছে, 'সুহানির মৃত্যুর খবর শুনে আমরা গভীরভাবে শোকাহত। তার মা, তার পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল। এমন প্রতিভাবান তরুণী, সহ অভিনেত্রীকে ছাড়া দঙ্গল অসম্পূর্ণ থাকত। সুহানি সবসময়ে আমাদের হৃদয়ে তারকা হয়ে থাকে যাবে'।
খুদে অভিনেত্রীর এমন আচমকা মৃত্যু সংবাদে আশ্চর্য হয়েছে অনুরাগী মহল। মৃত্যুর কারণ হিসাবে জানা যাচ্ছে, কিছু দিন আগে দুর্ঘটনার শিকার হন সুহানি। দুর্ঘটনায় তার পা ভেঙে যায়। দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসা চলছিল তার। পায়ের জন্যে নানা ওষুধ খেতে হচ্ছিল তাঁকে। আর সেই ওষুধের জেরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে শুরু করে ছোট ববিতার শরীরে। ক্রমশ শরীরে তরলের মাত্রা (ফ্লুইড) বাড়তে শুরু করে। আইসিইউতেও চলেছে সুহানির চিকিৎসা। পরিবার এবং চিকিৎসকের সমস্ত চেষ্টার পরেও প্রাণে বানানো যায়নি খুদে অভিনেত্রীকে। শুক্রবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তরুণ অভিনেত্রী। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকেই এমন ঘটনা ঘটেছে।