তিনি বলেছিলেন শাহরুখ খান কে? এবার শাহরুখ নিজেই ফোন করলেন তাঁকে। দাবি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। বিজেপি শাসিত অসমের কিছু অংশে পাঠান-কে নিয়ে বিক্ষোভ, বয়কট চলছে। অসমের গুয়াহাটিতে 'পাঠান' সিনেমাটির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে বজরং দলের সদস্যরা। পাশাপাশি সিনেমার পোস্টার ছিঁড়ে তাতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। সেই নিয়ে প্রশ্ন করা হলেই চমকে দেওয়ার মতো জবাব দেন অসমের মুখ্যমন্ত্রী।
গুয়াহাটিতে পাঠান-এর স্ক্রিনিং নিয়েও সমস্যা চলছে। আর এই নিয়েই রাত দুটোয় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে সরাসরি ফোন করলেন বলিউডের মেগাস্টার শাহরুখ খান। হিমন্ত এদিন জানালেন, শাহরুখ তাঁকে রাত দুটোয় ফোন গুয়াহাটিতে তাঁর সিনেমার স্ক্রিনিংয়ের সময় কিছু ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আরও পড়ুন-পাঁচতলা ফ্ল্যাটের নীচে উদ্ধার বিমানসেবিকার দেহ, দেবপ্রিয়া বিশ্বাসের রহস্যমৃত্যুর পিছনে কী কারণ
দেখুন টুইট
Bollywood actor Shah Rukh Khan speaks to Himanta Biswa Sarma,expressing concern about an 'incident' in Guwahati during screening of his film,says Assam CM.
"I assured him it’s duty of state govt to maintain law&order. We’ll enquire& ensure no such untoward incidents," CM adds. pic.twitter.com/kEGgygNYAi
— ANI (@ANI) January 22, 2023
হিমন্ত জানান শাহরুখকে তিনি ফোনে আশ্বাস দিয়ে বলেছেন, রাজ্য সরকারের কর্তব্য হল আইনশৃঙ্খলা বজায় রাখা। আমার এই বিষয়ে খোঁজ নেবো এবং যাতে এমন কোনও ঘটনা আর না ঘটে তা নিশ্চিত করব।" ক দিন আগে সিনেমা বয়কটের মত বিষয় থেকে দলীয় কর্মীদের দূরে থাকার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এরপরেও বিজেপি শাসিত রাজ্য়ে জোরকদমে চলছে পাঠান নিয়ে বিক্ষোভ। পরিস্থিতি এতটাই গুরুতর যে অভিনেতাকেও এই বিষয় নিয়ে এখন ফোন করতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে।
এর আগে পঠান সিনেমা নিয়ে গুয়াহাটিতে বজরং দলের বিক্ষোভ নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, 'শাহরুখ খান কে?' এরপরই তিনি বলেন, 'শাহরুখ খান আমাকে কোনও ফোন করেননি। তবে তিনি ফোন করলে আমি বিষয়টি খতিয়ে দেখব। যদি আইনশৃঙ্খলা লঙ্ঘন হয়ে থাকে তাহলে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।' পঠানকে ঘুরিয়ে আক্রমণ করে হিমন্ত বলেছিলেন, অসমের মানুষদের অহমিয়া সিনেমা নিয়ে মাতামাতি করা উচিত। ২৫ জানুয়ারি রিলিজ হতে চলা পঠানের সঙ্গে মুক্তি পেতে চলেছে অহমিয়া সিনেমা 'ডঃ বেজবড়ুয়া পার্ট ২'। তিনি সকলকে এই সিনেমাটি দেখার অনুরোধ জানিয়েছিলেন।