Debopriya Biswas. (Photo Credits: Facebbok)

ইএম বাইপাসে এক প্রাক্তন বিমানসেবিকার রহস্যমৃত্যু নিয়ে জোর চাঞ্চল্য। গতকাল, শনিবার ইএম বাইপাসের ধারে মেট্রোপলিটনে ২৭ বছরের দেবপ্রিয়া বিশ্বাস নামের এক প্রাক্তন বিমানসেবিকার মৃতদেহ উদ্ধার হয়। আবাসনের পাঁচতলা ফ্ল্যাটের নীচ থেকে রক্তাক্ত অবস্থায় মিলেছিল সেই প্রাক্তন বিমানসেবিকার দেহ। খুন না আত্মহত্যা সেটা খতিয়ে দেখছে প্রগতি ময়দান থানার পুলিশ। পুলিশ জানায়, তাঁর দিদির ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে যান দেবপ্রিয়া বিশ্বাস। রহস্যজনকভাবে মৃত সেই বিমানসেবিকার হাতের মুঠোয় ছিল একটি চাবির গোছা।

প্রাক্তন এই বিমানসেবিকা আগে কাতার এয়ারওয়েজে চাকরি করতেন। ২০১৯ সালেও তিনি বিমানসেবিকা হিসেবে কাজ করতেন। লকডাউনের পর থেকে তিনি আর কাজ করছিলেন না। আরও পড়ুন-চলন্ত ট্রেনে মহিলা যাত্রীর শ্লীলতাহানি রেল কর্মীর

দেখুন টুইট

দেবপ্রিয়া বিশ্বাস আত্মহত্যা করেছেন নাকি নিছক দুর্ঘটনা, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটা আত্মহত্যার ঘটনা নয় বলেই মনে করা হচ্ছে। তদন্তের শুরুতে সেই প্রাক্তন বিমানসেবিকার পরিবারের লোকজন এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।