Sushant Singh Rajput Death: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে SIT গঠন করে তদন্ত চেয়ে অমিত শাহকে চিঠি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে
সুশান্ত সিং রাজপুত (Photo credit: Facebook)

নতুন দিল্লি, ২৮ জুন: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু (Sushant Singh Rajput Death)

নিয়ে সরব বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (BJP MP Nishikant Dubey)। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ'র (Amit Shah) কাছে সুশান্তের মৃত্যুর তদন্তভার সিট-কে দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন,"আমি মুম্বই পুলিশকে নিয়ে কিছু বলতে চাই না। তবে আমার মনে হয় তাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তদন্ত করার পরিষেবা পর্যাপ্ত নয়। দেশের টাকা বিদেশে চলে গেলে বিদেশে চলে গেলে তারা ধরতে পারে না। তবে তো এটি পিএমএলএ কেস, একমাত্র ইডি এই বিষয়টি তদন্ত করতে পারে।"

তিনি আরও জানান, অমিত শাহকে আর্জি জানিয়েছেন সিট তদন্ত হোক, যেখানে ইডি, এনআইএ, ইনকাম ট্যাক্স এবং সিবিআই -র দল থাকুক। তাঁর মতে, মুম্বইয়ের লোকাল পুলিশ গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে সঠিকভাবে কথাবার্তা নাও করতে পারে। যার ফলে তদন্তে সমস্যা দেখা দিতে পারে। তিনি অমিত শাহকে লেখেন, কোনও এফআইআর করার আগেই মুম্বই পুলিশ এটিকে সুইসাইড বলে ব্যাখ্যা করে। এদিকে কোনও সুইসাইড নোট পর্যন্ত মেলেনি। আরও পড়ুন, চনমনে স্মৃতি ইরানির র‌্যাম্প ওয়াকের ভিডিও শেয়ার করলেন স্মৃতিমেদুর একতা কাপুর

তাঁকে আরেকটি জিনিস ভাবিয়েছে। তা হল মহেশ ভাট একটি সাক্ষাৎকারে বলেছেন, সুশান্ত একদিন পারভীন ববির মতো নিজেকে শেষ করে দেবে। যশ রাজ্ ফিল্মসের একটি ছবিতে সুশান্ত স্বাক্ষর করেছিলেন। পরে তার জায়গায় অন্য কাউকে নেওয়া হয়। তিনি আরও বলেছেন, বলিউডে যে টাকা লাগানো হয় তার বেশিরভাগই কালো টাকা। এর পিছনে অনেক বড় বড় মাফিয়াদের হাত থাকে। বিস্তারিত জানিয়ে এই বিষয়গুলি তুলে ধরেন তিনি।