Photo Credit_Twitter

২০১৯ সালে সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের নির্দেশনায়  মুক্তি পেয়েছিল কৌশিক গাঙ্গুলি অভিনীত  'কেদারা' । ২০২২ এর ১৯শে অগাস্ট মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি বিসমিল্লা। এ ছবি  বলবে ধর্মনিরপেক্ষতার কথা, এই ছবিতে সানাই-এর সঙ্গে মিলে মিশে যাবে বাঁশির সুর।সম্প্রতি প্রকাশিত হল এই ছবির পোস্টার। কোনও ঝাঁ চকচকে লুক নয় 'বিসমিল্লা'র পোস্টার যেন ক্যানভাসে আঁকা কোনও ছবি।

 

View this post on Instagram

 

A post shared by Riddhi Sen (@riddhi_sen_)

মাথায় ফেজ টুপি, সঙ্গে লাগানো ময়ূরের পালক, হাতে বাঁশি, কৃষ্ণের বেশে ধরা দিলেন ঋদ্ধি(Ridhi Sen)। পাশে শ্রীরাধার ভূমিকায় শুভশ্রী (Subhashree Ganguly)। ছবির পোস্টারে বৈষ্ণব নারীর বেশে ধরা দিয়েছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। ছবির পোস্টারে দেখা মিলেছে গৌরব চক্রবর্তীরও। তবে সানাই হাতে নজর কেড়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। ঋদ্ধি , শুভশ্রী ছারাও বাকি অভিনেতারাও ছবির পোস্টার শেয়ার করলেন  তাদের সোশ্যাল মিডিয়ায়।এই ছবির বিষয়বস্তু সংগীত।তা পোস্টার দেখেই বোঝা যায় । ২৮ জুলাই মুক্তি পাবে 'বিসমিল্লা'র ট্রেলার, প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে ১৯ অগস্ট।জুলাইয়ের ১তারিখে মুক্তি পেয়েছিল বিসমিল্লার অফিসিয়াল ট্রেলার, দেখুন ভিডিও।