আরজি কর-কাণ্ড (RG Kar Incident) ঘিরে যখন উত্তাল রাজ্যবাসী ঠিক সেই সময়ে শহর কলকাতার বুকে ফের আরও এক নারী হেনস্থার ঘটনা প্রকাশ্যে এল। এবার আক্রমণের শিকার বাঙালি অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায় (Payel Mukherjee)। শুক্রবার সন্ধ্যেবেলা দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভেনিউয়ের রাস্তায় আক্রান্ত হন অভিনেত্রী। ফেসবুক লাইভে এসে পায়েল জানান, এক বাইক আরোহীর সঙ্গে তাঁর গাড়ির সামান্য ধাক্কা লাগে। এরপরেই ওই বাইক আরোহী এসে চড়াও হয় তাঁর উপর। ঘুষি মেরে তাঁর গাড়ির কাঁচ ভাঙা হয় বলে অভিযোগ। কলকাতা শহরের বুকে নারী নিরাপত্তার বিষয়টি ফের উসকে দিলেন অভিনেত্রী।
সমাজমাধ্যমে পায়েলের লাইভ ভিডিয়ো হু হু করে ছড়িয়ে পড়ে। সেই ভিডিয়ো দেখা মাত্রই এসিপি লালবাজার অলোক সান্যাল তাঁকে সুরক্ষা দেওয়ার আশ্বাস দেন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উদ্ধার করে অভিনেত্রীকে (Payel Mukherjee)। আকট হয় অভিযুক্ত।
কী ঘটেছিল?
শুক্রবার সন্ধ্যের দিকে দক্ষিন কলকাতার সাদার্ন অ্যাভেনিউ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী। ড্রাইভার ছিল না তাঁর সঙ্গে। গাড়ি নিজেই চালাচ্ছিলেন পায়েল (Payel Mukherjee)। আচমকাই একটি বাইক তাঁর গাড়ির সামনে এসে পড়ে। বাইকে সামান্য ধাক্কা লাগতেই আরোহী দিগ্বিদিক শূন্য হয়ে তাঁর উপর চড়াও হয়। গাড়ি থেকে নেমে আসতে বলে অভিনেত্রীকে। কিন্তু শ্লীলতাহানির ভয়ে গাড়ি থেকে নামেননি আতঙ্কিত অভিনেত্রী। এরপরেই ঘুষি মেরে ওই ব্যক্তি পায়েলের গাড়ির কাঁচ ভেঙে দেয় বলে অভিযোগ। ঘটনার পরেই ফেসবুক লাইভে এসে সমস্তটা জানান তিনি। সেই সঙ্গে প্রশ্ন তোলেন, কোথায় পৌঁছেছে মেয়েদের সুরক্ষা।
পায়েলের লাইভ ভিডিয়ো...
Bengali actress Payel Mukherjee got attacked by a man in Southern Avenue - a very posh area in Kolkata.
This is the condition of women in the so-called "safest state" under the only woman CM of India. pic.twitter.com/cFSxho414o
— BALA (@erbmjha) August 23, 2024
আরজি করের ঘটনাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রতিবাদে পথে নেমেছে বিজেপি। এর মাঝে অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের (Payel Mukherjee) সঙ্গে ঘটা হেনস্থার ঘটনাকে নতুন করে অস্ত্র করেছে রাজ্য বিজেপি।