
Photo Credit_Instagram
এক ভিলেন রিটার্নস এর প্রচারের জন্য সেজে উঠেছিল গোটা শপিং মল। প্রায় ৮ হাজার বেলুন দিয়ে সাজানো মলে উপস্থিত ছিলেন অর্জুন কাপুর, তারা সুতারিয়া, দিশা পাটানি। সেখানেই হঠাৎ এক ফটোশিকারীর সাথে অর্জুন কাপুরের ব্যবহার সকলের নজর কাড়ল।দেখা গেল সেই পাপারাৎজিকে বুকে টেনে নিয়ে শান্ত করার চেষ্টা করছেন তিনি।
View this post on Instagram
সকলের মতই মুহুর্ত ক্যামেরাবন্দী করছিলেন ওই ব্যাক্তি। কিন্তু কারোর ব্যবহারে তিনি মাথা গরম করে ফেলেন। তখনই উত্তেজিত ফটোশিকারীকে শান্ত করার ভার নেন অর্জুন।অর্জুন কে বলতে দেখা যায় ' আমি কথা বলে নেব। আপনি শান্ত হোন'।
ঘটনার কিছুক্ষণ পরে আবারও ফিরে গিয়ে তারা সুতারিয়ার সঙ্গে পোজ দিতে দেখা গেল অর্জুনকে। এক ভিলেন রিটার্স ছবিতে তারা সুতারিয়ার বিপরীতে দেখা যাবে অর্জুন কাপুরকে। আর জন আব্রাহামকে দেখা যাবে দিশা পাটানির বিপরীতে।