মুম্বই, ৩০ জুলাই: বিরাট কোহলি (Virat Kohli), অনুষ্কা শর্মা বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন। ইংল্যান্ডের কুইন্সল্যান্ড থেকেই বিরাট কোহলি, অনুষ্কা শর্মা এবার নিজেদের ছুটির মেজাজের ছবি শেয়ার করেন। বিরাট, অনুষ্কার (Anushka Sharma) সঙ্গে ছুটির মেজাজে দেখা যায় কে এল রাহুল (KL Rahul) এবং আথিয়া শেট্টিকে (Athiya Shetty)।
অনুষ্কা নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে ওই ছবি শেয়ার করেন। কে এল রাহুল এবং আথিয়া শেট্টির সঙ্গে বিরাট-অনুষ্কা যে ছবি শেয়ার করেন, তার ক্যাপশন হিসেবে জুড়ে দেন 'হাম সাথ সাথ হ্যায়'-এর মতো লাইন। যে ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।
আরও পড়ুন: Randeep Hooda: ৬০টি বাঁদরকে নৃশংস হত্যা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে গর্জে উঠলেন রণদীপ হুডা
দেখুন...
View this post on Instagram
এদিকে বিরাট, অনুষ্কার সঙ্গে দেখা যায় ছোট্ট ভামিকাকেও। তবে এবারও ছোট্ট ভামিকার মুখে প্রকাশ্যে আনেননি এই 'পাওয়ার কাপল'। প্রসঙ্গত, ভামিকার জন্মের পরপরই বিরাট, অনুষ্কার তরফে পাপারাৎজির কাছে অনুরোধ করা হয় তাঁদের মেয়ের ছবি প্রকাশ না করার জন্য। এমনকী উপহার পাঠিয়ে বিরাট, অনুষ্কা পাপারাৎজির কাছে এওই অনুরোধ করেন। যা নিয়ে ওই সময় জোর শোরগোল শুরু হয়ে যায়। তবে বিরাট-অনুষ্কার সিদ্ধান্তের প্রশংসা করতে দেখা যায় অনেককেই।