নয়াদিল্লিঃ সেজে উঠেছে মুকেশ আম্বানি (Mukesh Ambani) এবং নীতা আম্বানির (Nita Ambani) বাড়ি 'অ্যান্টিলিয়া (Antilia)।' ছেলের বিয়ে বলে কথা! হাতে আর কয়েকটা দিন মাত্র। বিয়ের ৯ দিন আগে অনুষ্ঠিত হল অনন্ত আম্বানি (Anant Ambani) এবং রাধিকা মার্চেন্টের (Radhika Merchant)মামেরু অনুষ্ঠান। বুধবার, 'অ্যান্টিলিয়া'তে বসেছিল এই অনুষ্ঠানের আসর। এদিন গান, নাচ, খাওয়া-দাওয়ায় মেতেছিলেন আম্বানিরা। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ব্যাপকভাবে ভাইরাল (Viral) হয়েছে আম্বানিদের ই অনুষ্ঠানের ছবি। এই অনুষ্ঠানে একে অপরের সঙ্গে মেতে ওঠেন আম্বানিরা। গানের তালে গা দোলাতে দেখা যায় আম্বানিদের বড় ছেলে আকাশ আম্বানি এবং বউমা শ্লোকা আম্বানিকে। হাজির ছিলেন মুকেশ এবং নীতার মেয়ে ঈশা আম্বানি ও জামাই আনন্দ পিরামলও। মামেরুর আসরে সকলের নজর কাড়েন হবু দম্পতি অনন্ত এবং রাধিকা। অতিথি হিসেবে হাজির ছিলেন জাহ্নবী কাপুর ও তাঁর প্রেমিক শিখর পাহাড়িয়া। এ ছাড়া এসেছিলেন মানুষী চিল্লর ও ওরিরা। লাল, গোলাপি, কমলা নানা ফুলে সাজানো হয় আম্বানিদের ভবন। এ দিন নিজেকে গোলাপি এবং গেরুয়া লেহেঙ্গায় সাজিয়েছিলেন আম্বানিদের হবু বউমা রাধিকা। হবু স্ত্রীর সঙ্গে রং মিলিয়ে কমলা পোশাকে ধরা দেন অনন্ত। মামেরুর আসরে সকলের মধ্যমণি হয়ে ওঠেন অনন্ত-রাধিকা। থিমের সঙ্গে রঙ মিলিয়ে পোশাক পরেছিলেন বাকিরাও। প্রাক-বিবাহ আচারানুষ্ঠানে হাজির ছিলেন অনিল আম্বানি এবং টিনা আম্বানিও। গোটা পরিবারকে একছাদের তলায় দেখা যায় এদিন।
দেখুন ভিডিয়ো
#WATCH | Visuals of Mosalu Ceremony ahead of the wedding of Anant Ambani with Radhika Merchant, in Mumbai, attended by Founder and Chairperson of Reliance Foundation Nita Ambani and her husband Mukesh Ambani. pic.twitter.com/L4p9fF0yqj
— ANI (@ANI) July 4, 2024
দেখুন ভিডিয়ো
#WATCH | Visuals of Mosalu Ceremony ahead of the wedding of Anant Ambani with Radhika Merchant, in Mumbai, attended by Founder and Chairperson of Reliance Foundation Nita Ambani and her husband Mukesh Ambani.
Mosalu is a traditional ceremony celebrated in Gujarati culture a few… pic.twitter.com/ubTOcOf4ES
— ANI (@ANI) July 4, 2024