অমিতাভ বচ্চন। (Photo Credits: IANS)

মুম্বই, ১১ অক্টোবর: সত্তরের দশকের পর্দা কাঁপানো সুপারস্টার (Superstar) তিনি। তাঁর অভিনয়ে (Acting) মুগ্ধ গোটা বিশ্ব (World)। তিনি অমিতাভ বচ্চন (amitabh Bachchan)। ৭৬ পার করে এখনও অভিনয় করে যাচ্ছেন সমানতালে...দাপিয়ে। একের পর এক চলচ্চিত্রে (Movie)। ছবির মূল চরিত্র হয়ে পাল্লা দিচ্ছেন শাহরুখ-আমির-সলমন খানদের মতো সুপারস্টারদের সঙ্গেও। এজন্যই তিনি বলিউডের অঘোষিত শাসক, শাহেনশাহ (Shahensah)। আজ জন্মদিন (Birthday) এই বলি সুপারস্টারের। শুক্রবার ৭৭-এ পা দিলেন অমিতাভ বচ্চন। শুভেচ্ছায় ভাসছে তাঁর টুইটার ওয়াল (Twitter)। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের ভালোবাসা আর শ্রদ্ধায় ভরে উঠছে বর্ষীয়ান অভিনেতার জীবনের বিশেষ দিনটি। কিন্তু জানেন কি ১১ অক্টোবর ছাড়াও বছরে আরও একটি দিন নিজের জন্মদিন পালন করে থাকেন অভিতাভ জী?

শুনতে অবাক লাগলেও বছরে মোট ২ বার জন্মদিন পালন করা হয় তার। ১১ অক্টোবর অমিতাভ বচ্চনের জন্মদিন৷ অন্যদিকে, ২ অগস্ট তারিখটিকেও জন্মদিন পালন করেন অমিতাভ ৷ কেন ওই দিন জন্মদিন পালন করেন তিনি? সেই রহস্যের অন্দরে ঢুকলে জানা যায়, ১৯৮২ সালে ‘কুলি’ (Kuli) সিনেমার শুটিংয়ের সময়ে এক দুর্ঘটনার কবলে পড়েন অমিতাভ। ওই ছবির শুটিংয়ে একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে প্রচুর আঘাত পান তিনি। অমিতাভ বচ্চন নিজেই অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছিলেন ওই দৃশ্যে৷ এই দৃশ্যে দেখা গিয়েছে, টেবিলে পড়ে গিয়ে নীচে লুটিয়ে পড়ছেন তিনি ৷ সেই সময়েই টেবিলের কোণাটি তাঁর পেটে লেগে যায়৷ শরীর থেকে প্রচুর রক্ত ক্ষরণ (Blood) হয়। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। প্রায় মৃত্যুর দ্বার থেকে ফিরে এসে ছিলেন অভিনেতা। এই দুর্ঘটনা থেকে ফিরে আসার কারণেই ২ অগস্ট দিনটিকে দ্বিতীয় জন্মদিন হিসাবে পালন করেন অমিতাভ। আরও পড়ুন: Amitabh Bachchan Birthday Special: বলিউডের শাহেনশা, এককালীন রুপোলি পর্দার নম্বর ওয়ান হিরো অমিতাভ বচ্চনের আজ জন্মদিন

উল্লেখ্য, প্রতিবারের মত এই বছরও তাঁর বাংলোর বাইরে অগণিত ভক্তদের (Fan) ভিড় লক্ষ্য করা গেল ৷ জীবন ধন্য করতেই যেন অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন তাঁরা ৷ অসংখ্য শুভেচ্ছা পেয়ে ভক্তদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি।  'লেটেস্টলি বাংলা'র (LatestLY Bangla) তরফ থেকেও রইল বিগ বি-র (Big B) জন্মদিনে শুভেচ্ছা ৷ ভাল থাকুন অমিতাভ বচ্চন৷