স্ত্রী লতাকে নিয়ে রজনীকান্ত (Photo Credits: Facebook)

মারণ রোগ করোনাভাইরাসের কবলে গোটা পৃথিবী। লক্ষ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। মৃত অগুন্তি। বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে লকডাউন। অনন্ত মৃত্যুর প্রতীক্ষায় প্রহর গুনছে মানুষ। ভারতের অবস্থাও দারুণ খারাপ। সংক্রমণ এড়াতে প্রথমে ২১ দিনের লকডাউন শুরু হয়েছিল। এখন তা বাড়িতে ৩০ এপ্রিল করা হয়েছে। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মানুষ অসহায়বাবে আক্রান্ত হচ্ছে গোষ্ঠী সংক্রমণ ঠেকাতে নানা ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র। বাজারঘাট বন্ধ হয়েছে। দিনমজুরদের অবস্থা খুবই খারাপ। এই পরিস্থিতিতে সরকারের পাশাপাশি এগিয়ে এসেছেন সেলেবরা। কারণ একইভাবে সিনেমা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদেরও রোজগার বন্ধ। তাঁদের দিকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত (Rajinikanth)।

দক্ষিণ ভারতের ফিল্ম ফেডারেশনকে ইতিমধ্যেই ৫০ লক্ষ টাকা দিয়েছেন রজনীকান্ত। তবে তিনি একাই নন, তামিল সিনেমার অনেক অভিনেতাই সাহায্যের হাত বাড়িয়েছেন। এবার রজনীকান্ত ফ্যান ক্লাবের তরপে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে প্রিয় থালাইভার ও স্ত্রী লতা এবার রূপান্তরকামীদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন। একটি ভিডিওতে দেখা গিয়েছে তামিলনাড়ুর চেন্নাইতে পোয়েজ গার্ডেনে দক্ষিণী সুপারস্টারের বাংলো। বাংলোর বাইরেই মাস্ক পরে ভিড় করে দাঁড়িয়ে আছেন রূপান্তরকামীরা। সুপারস্টার তাঁদের ডাকে সাড়া দিতে দেরি করেননি। বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত।  আরও পড়ুন- COVID-19 Cases In Mumbai: ব্যবসায়ীর শরীরে করোনার জীবাণু, আজ থেকে বন্ধ ভাসির পাইকারি বাজার

জানা গিয়েছে, বাড়ির বাইরে রূপান্তরকামীদের ভিড় দেখে শকড হয়ে যান থালাইভারের স্ত্রী লতা। তিনি সঙ্গে সঙ্গেই রক্ষীর হাত দিয়ে ৫ হাজার টাকা পাঠিয়ে দেন। টাকা পেয়েই প্রবেশ দ্বার থেকে সরে যায় রূপান্তরকামীর দল। পুলিশ এই ঘটনাটি সম্পর্কে অবহিত। তবে এনিয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে সুপারস্টার বা তাঁর বাড়ির কেউই এনিয়ে কোনও কথা বলেননি।