মুম্বই, ১১ অক্টোবর: হামাসের হামলায় মৃত্যু হল নাগিন অভিনেত্রী মধুরা নায়েকের দিদি, জামাইবাবুর। ইজরায়েলে থাকতেন মধুরার দিদি, জামাইবাবু। হামাস জঙ্গিরা অতর্কিতে হামলা চালালে, মধুরার দিদি, জামাইবাবুর মৃত্যু হয় ইজরায়েলে। মধুরা জানান, কীভাবে হামাস জঙ্গিরা ইজরায়েলের মানুষের উপর হামলা চালায় এবং তাঁদের খুন করে। মধুরার দিদি, জামাইবাবুকে খুন করা হয় তাঁদের দুই সন্তানের সামনে। ইজরায়েলে অতর্কিতে হামলা চালিয়ে হামাস কাউকে ছাড়ছে না। মহিলা, শিশু এবং বৃদ্ধদের ডাল বানিয়ে নৃশংস হত্যালীলা হামাস জঙ্গিরা চালাচ্ছে বলে মন্তব্য করেন মধুরা নায়েক।
View this post on Instagram
প্রসঙ্গত জিউস এবং ভারতীয় বংশোদ্ভুদ মধুরা নায়েক নিজের সোশ্যাল হ্যান্ডেলে দিদি, জামাইবাবুর নৃশংস হত্যার কথা বলতে গিয়ে কেঁপে ওঠেন। কেঁদে ফেলেন। তাঁদের পরিবার এই মুহূর্তে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তা বলতে গিয়ে কেঁদে ফেলেন নাগিন অভিনেত্রী।