কলকাতা, ২০ নভেম্বর: লড়াই শেষ। সবাইকে কাঁদিয়ে চলে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। ২৪ বছর বয়েসে হাওড়ার হাসপাতালে প্রয়াত হলেন ঐন্দ্রিলা। গতকাল গভীর রাতে তাঁর দশবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তারপর অনেক চেষ্টার পরেও শেষরক্ষা হল না। ঐন্দ্রিলার প্রেমিক, অভিনেতা সব্যসাচী চৌধুরী তাঁর ফেসবুকের দেওয়াল থেকে ঐন্দ্রিলা সংক্রান্ত সমস্ত পোস্ট ডিলিট করে দেওয়ার পর উদ্বিগ্ন ছিলেন অনুরাগীরা। অবশেষে দুপুরে এল চরম দুসংবাদ।গতকাল রাতে হওয়া ঐন্দ্রিলার মাইল্ড হার্ট অ্যার্টাক বলেই জানান ডাক্তাররা।
এর আগে দু’বার ক্যানসারে আক্রান্ত হয়েও চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল ঐন্দ্রিলা। ২০১৫ সালে, একাদশ শ্রেণিতে পড়ার সময় প্রথম বার ক্যানসার ধরা পড়ে তাঁর। কর্কট রোগের আক্রমণ হয়েছিল তাঁর অস্থিমজ্জায়। দ্বিতীয় বার ২০২১ সালে। সে বার ফুসফুসে টিউমার। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের সঙ্গে সঙ্গেই চলেছে তাঁর অভিনয়ের কাজ। আরও পড়ুন-‘এই পুরস্কার তোমার জন্যে’, পুরস্কার হাতে সিদ্ধার্থকেই স্মরণ করলেন শেহনাজ, দেখুন
দেখুন টুইট
Deeply saddened at the passing away of #AindrilaSharma after a long fight. 🖤 Rest in peace! pic.twitter.com/0hZJwgFfT2
— Nilanjan Das (@NilanjanDasAITC) November 20, 2022
গত পয়লা নভেম্বর থেকে হাসপাতালে লড়াই চালিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। এদিন প্রথমে তাঁর ব্রেন স্ট্রোক হয়। এরপর তাঁকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রাখা হয় ভেন্টিলেশনে।