মুম্বই, ১৭ এপ্রিল : তামিল অভিনেতা বিবেকর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই জোর জল্পনা শুরু হয়ে যায়। তামিল অভিনেতা বিবেকের (Vivek Oberoi) অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই, তাঁর সঙ্গে অনেকে বলিউড অভিনেতা বিবেক ওবেরয়কে মিশিয়ে ফেলেন।
চেন্নাইয়ের (Chennai) একটি হাসপাতালে (Hospital) ভর্তি বিবেক ওবেরয়। এমন জল্পনা শুরু হলে, বিষয়টি নিয়ে মুখ খোলেন খোদ বলিউড (Bollywood) অভিনেতা। তিনি বলেন, তিনি সুস্থ রয়েছেন। পরিবারের সঙ্গে মুম্বইয়ের বাড়িতে রয়েছেন। তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলে যে খবর ছড়ায়, তা পুরোপুরি ভিত্তিহীন এবং গুজব। অর্থাত তামিল (Tamil) অভিনেতা বিবেকের অসুস্থতা এবং মৃত্যুর সঙ্গে তাঁকে গুলিয়ে ফেলা হয়েছে বলে স্পষ্ট জাান বি টাউনের এই জনপ্রিয় অভিনেতা।
আরও পড়ুন : Sonu Sood On COVID-19 : করোনা আক্রান্তদের সাহায্য করতে অপারগ, 'অসহায়' সোনু ভেঙে পড়লেন
প্রসঙ্গত বৃহস্পতিবার ওমানদুরার সরকারি হাসপাতালে করোনা (Corona) টিকার প্রথম ডোজ নেন তামিল অভিনেতা বিবেক। শুক্রবার সকালে বুকে ব্যথা অনুভব করেন তিনি। হার্ট অ্যাটাক হলে তড়িঘড়ি তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পরপরই তামিল অভিনেতার (Actor) মৃত্যু হয় বলে খবর।