Actor Lakshmi Menon (Photo Credit: Instagram)
দিল্লি, ২৮ অগাস্ট: তথ্য প্রযুক্তি কর্মীকে হুমকি, হেনস্থা এবং অপহরণের অভিযোগ অভিনেত্রীর বিরুদ্ধে। কেরলের (Kerala Actress) অভিনেত্রী লক্ষ্মী মেননের (Actor Lakshmi Menon) বিরুদ্ধে এক তথ্য প্রযুক্তি কর্মীকে (IT Worker) হেনস্থা, অপহরণের অভিযোগ ওঠে। যা নিয়ে তোলপাড় শুপরু হয়। তবে কেরলের ওই অভিনেত্রীর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি কর্মী অভিয়োগ দায়ের করলেও, আদালতের তরফে তাঁর আগাম জামিন মঞ্জুর করা হয়।
আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অভিনেত্রী লক্ষ্মী মেননকে কোনও ভাবে গ্রেফতার করা যাবে না। অন্তবর্তী জামিন মঞ্জুর করে এমনই জানানো হয় বিচারপতি কুরিয়ন থমাসের তরফ।
সম্প্রতি এক তথ্য প্রযুক্তি কর্মী লক্ষ্মী মেননের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যে অভিযোগে বলা হয়, একটি পানশালায় অভিনেত্রী এবং তাঁর সাঙ্গপাঙ্গদের সঙ্গে ওই ব্যক্তির কথা কাটাকাটি শুরু হয়। সেই কথা কাটাকাটি, বিবাদ ঘোরতর পর্যায়ে পৌঁছে গেলে, তথ্য প্রযুক্তি কর্মীকে হুমকি দেওয়া হয়। হেনস্থা চলে। এমনকী তাঁকে অপহরণ করা হবে বলেও দেওয়া হয় হুমকি।
গত ২৪ অগাস্ট একটি পানশালায় ওই ঘটনা ঘটে বলে লক্ষ্মী মেননের বিরুদ্ধে নিজের অভিযোগ দায়ের করেন ওই তথ্য প্রযুক্তি কর্মী।
তথ্য প্রযুক্তি কর্মীর অভিযোগ অনুযায়ী, পানশালায় বিবাদের পর গত ২৪ আগস্ট রাতে একটি রেল ব্রিজের কাছে ওই তথ্য প্রযুক্তি কর্মীর গাড়ি থামানো হয়। এরপর গাড়ি থেকে তাঁকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। মুখ বেঁধে মারধর করা হয়। সেই সঙ্গে দেওয়া হয় হুমকি। মারধর এবং হুমকির পর ওই তথ্য প্রযুক্তি কর্মীকে আলুভা-পারাভুর জংশনে ছেড়ে দেওয়া হয়। ওই ঘটনায় অভিনেত্রী লক্ষ্মী মেননের নাম উঠে আসে। সেই সঙ্গে মিঠুন, অনিশ এবং সোনামল নামে আরও ৩ যুবকের নাম পুলিশের খাতায় উঠে আসে।
এরপরই মিঠুন, অনিশ এবং সোনামলকে গ্রেফতার করা হয়। কেরলের যে পানশালায় লক্ষ্মী মেননের সঙ্গে তথ্য প্রযুক্তি কর্মীর বচসা, হাতাহাতি হয়, তার প্রতিশোধ নিতেই রেল ব্রিজের উপরের ঘটনা বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে।
তবে ২৪ অগাস্ট রাতের ওই ঘটনায় লক্ষ্মী মেনন আদালতের দ্বারস্থ হন এবং অন্তবর্তী জামিন পেয়ে যান। এর্নাকুলাম পুলিশের তরফে ৩ জনকে গ্রেফতার করা হলেও, অভিনেত্রী লক্ষ্মী মেনন কীভাবে আগাম জামিন পেলেন, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
প্রসঙ্গত কোচির একজন নৃত্যশিল্পী হিসেবে নিজের কেরিয়ার শুরু করেন লক্ষ্মী মেনন। এরপর রাঘাবন্তে স্বন্তম রাজিয়া নামে একটি ছবি দিয়ে অভিনয় জগতে পা রাখেন তিনি। তারপর থেকে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে, মালায়লম সিনেমা জগতের পরিচিত মুখ হয়ে ওঠেন লক্ষ্মী মেনন।