কলকাতা, ২২ এপ্রিল : করোনায় আক্রান্ত অভিনেতা কৌশিক সেন (Kaushik Sen)। অভিনেতার স্ত্রী রেশমি সেনও কোভিডে (COVID 19) আক্রান্ত বলে খবর পাওয়া যায়। জানা য়াচ্ছে, কোভিডের টিকা নেওয়ার পরও ভাইরাসে আক্রান্ত টলিউডের এই অভিনেতা।
সম্প্রতি টলিউডের একের পর এক তারকা করোনায় আক্রান্ত হচ্ছেন। শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) থেকে শুরু করে জিৎ (Jeet), একের পর এক তারকা কোভিডে আক্রান্ত হচ্ছেন।করোনার সমস্ত বিধি নিষেধ মেনেও কীভাবে আক্রান্ত হচ্ছেন, তা নিয়ে ধ্বন্দে অনেকেই। তবে করোনায় আক্রান্ত হওয়ার পর তাঁদের সংস্পর্শে যাঁরা আসছেন, প্রত্যেকে যেন নিরাপদে থাকেন, সে বিষয়ে আবেদন জানান তারকারা।
আরও পড়ুন : Sreelekha Mitra On Madan Mitra : 'খেলতে হবে, সেরে উঠুন', মদন মিত্রের আরোগ্য কামনায় শ্রীলেখা
টলিউডের পাশাপাশি বলিউডের (Bollywood) একাধিক তারকাও করোনায় আক্রান্ত। স্বরা ভাস্কর থেকে ভূমি পেদনেকর, ক্যাটরিনা কাইফ, বিকি কৌশল, আলিয়া ভাটরা করোনায় আক্রান্ত হন একের পর এক করে। যদিও প্রত্যেকে সুস্থ হয়ে উঠেছেন।