Naatu Naatu on Oscar Stage Photo Credit: Twitter@TheAcademy

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই গোটা দুনিয়ার সিনে-প্রেমীদের কাছে সবচেয়ে আগ্রহের অস্কার পুরস্কারের অনুষ্ঠান। সিনেমা দুনিয়ায় অস্কারের চেয়ে দামি, ঐতিহ্যের আর কোনও পুরস্কার হয় না। অস্কার হল সিনে দুনিয়ার নোবেল, শ্রেষ্ঠর শ্রেষ্ঠ পুরস্কার। ৯৫তম অ্যাকেডেমি অ্য়াওয়ার্ডস বা অস্কারের মঞ্চে ভারতীয়দের আগ্রহ নাট্টু নাট্টু গান নিয়ে। এস এস রাজমৌলির আরআরআর সিনেমার এই গানটি অস্কার জয়ের মুখে দাঁড়িয়ে।

আসুন দেখে নেওয়া যাক ৯৫তম অস্কার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা

কবে, কোথায় আয়োজিত হবে ৯৫তম অ্য়াকাডামি অ্য়াওয়ার্ডস বা অস্কারের অনুষ্ঠান

৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ভারতীয় সময় আগামিকাল, সোমবার সকাল ৫টা থেকে শুরু হবে। লস অ্যাঞ্জেলসে একটা ঝলমলে এতিহ্য়ের অনুষ্ঠানে দেওয়া হবে অস্কার

ভারত থেকে কীভাবে দেখবেন অস্কার ২০২৩?

ভারতীয় সময় সোমবার, ভোর সাড়ে ৫টা থেকে এক ঘণ্টার অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে দেওয়া হবে অস্কার পুরস্কার। সরাসরি স্টার ওয়ার্ল্ড, স্টার মুভিজ, স্টার মুভিজ এইচডি-তে দেখানো হবে অস্কার। পাশাপাশি ডিজনি+হটস্টারের মাধ্যমেও সরাসরি দেখানো হবে।

ভারতীয়দের নজর কিসে

এসএস রাজামৌলির বিশ্বজুড়ে মেগাহিট আরআরআর সিনেমার নাট্টু নাট্টু গানটি সেরা অরিজন্য়াল সং বিভাগে চূড়ান্ত মনোনয়ন পেয়েছে। Nattu Nattu-র অস্কার জয়ের দিকে তাকিয়ে সবাই। এছাড়াও সেরা ডকুমেন্টারি বা তথ্যচিত্র বিভাগে ভারতীয় কার্তিকি গনজালভেসের তৈরি করা 'দ্য ইলিফ্যান্ট হুইসপার্স'মনোনয়ন পেয়েছে। অস্কারের লড়াইয়ে আছে বাঙালি পরিচালক শৌনকর সেনের স্বল্পদৈর্ঘের তথ্যচিত্র 'অল দ্যট ব্রিথিস' ও।

মোট কতগুলি বিভাগে পুরস্কার দেওয়া

মোট ২৩টি বিভাগে অস্কার দেওয়া হয়। যাদের মধ্য়ে সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা চিত্রনাট্য়কার, সেরা অ্য়ানিমেশনের মত জনপ্রিয় বিভাগ থাকে। পাশাপাশি সেরা সিনেমাটোগ্রাফার, প্রোডাকশন ডিজাইন, সম্পাদনা (এডিটিং), অরিজিন্যাল গান, পোশাক, মেকআপ ও চুলসজ্জা, শব্দ সম্পাদনার মত বিভাগও থাকে। সবার শেষে ঘোষণা করা সেরা সিনেমার নাম।

কোন সিনেমাটা গোটা বিশ্বের নজরে

'Every Thing Everywhere All At Once' এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স নামের এক সায়েন্স ফিকশন সিনেমা নিয়ে সবার নজর। এই সিনেমাটি সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী সহ মোট ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছে। দেখা যাক শেষ অবধি কটি অস্কার পায় এই সিনেমাটি। পাশাপাশি ৯টি বিভাগে মনোনিত হওয়া দ্য ওয়াস্টার্ন ফ্রন্ট, ৮টি বিভাগে মনোনতি হওয়া এলভিস সিনেমা দুটিকে নিয়েও সবার নজর।

এবার সেরা সিনেমার মূল লড়াই কাদের মধ্যে

নিয়ম-মত দশটি ছবিকে চূড়ান্ত মনোনয়নের তালিকায় রাখা হয়েছে। সেখান থেকে জিতবে একটি সিনেমা। মনোনয়নে আছে অবতার: দ্য ওয়ে ওয়াটার, টপ গান: মাভেরিক, ট্রায়াঙ্গাল অফ স্যাডেনসের মত বক্স অফিসে বড় সাফল্য পাওয়া সিনেমা। রয়েছে এলভিস (Elvis), অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (All Quite on the Western Front), ওয়ম্যান টকিং (Women Taking) -র মত বিশেষজ্ঞদের কাছে উচ্চ প্রশংসিত সিনেমাও। তবে মূল লড়াইটা হতে পারে তার, এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ান্স (Every Ting Every Where all At Once), দ্য বানাশিস অফ ইনিশেরিন (The Banshees of Inisherin) এবং স্টিফেন স্পিলবার্গের 'দ্য ফ্যাবেলম্যানস' (The Fablemen)-এর মধ্যে। ফেভারিট ড্য়ানিয়েল দ্বয় পরিচালিত সায়েন্স ফিকশন 'এভরিথিং এভরিহয়ার অল আউট ওয়ান্স' নামের অনবদ্য সিনেমাটি।

সেরা অভিনেতার পুরস্কার কে জিততে পারেন

মূল লড়াইয়টা 'দ্য হোয়েল'-এর ব্রেন্ডন ফ্রেজার আর 'এলভিস'সিনেমার অস্টিন বাটলারের মধ্যে।

সেরা অভিনেত্রীর পুরস্কার কে জিততে পারেন

টার সিনেমাটিতে অনবদ্য অভিনয় করা কেট ব্লানচেট সেরা অভিনেত্রীর লড়াইয়ে অনেকটা এগিয়ে। এই বিভাগে ডার্ক হর্স, এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ান্স-এ অবিশ্বাস্য অভিনয় করা মিচেল ইয়েহ।

সেরা পরিচালকের পুরস্কার কে জিততে পারেন

আরও একবার অস্কারের মঞ্চে সেরা পরিচালকের লড়াইয়ে কিংবদন্তি স্টিফেন স্পিলবার্গ। দ্য ফ্যাবলম্যান্স সিনেমায় এতটাই ভাল পরিচালনা করেছেন স্পিলবার্গ, যেন দেখে মনে হচ্ছে না এটা বাস্তবের কাহিনি নয়। তবে তিনি এবারের অস্কারে ফেভারিট নন। এই বিষয়ে সবার ফেভারিট এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ান্স সিনেমার জন্য দুই পরিচালক ড্য়ানিয়েল কোয়ান ও ড্য়ানিয়েল স্কিনের্ট।

সেরা অ্যানিমেশন সিনেমার পুরস্কার কে জিততে পারে

সবার ফেভারিট গুলেরমো দে তোরোর 'পিনাচিও'। ছেলেকে হারানোর কাঠশিল্পীর হাতে জন্ম নেয় এক কাঠ-মানবশিশু। তারপর কীভাবে সেই কাঠের শিশু বদলে দেয় তার সৃষ্টিকর্তা শোকাহত বাবার জীবন। এই নিয়েই অ্য়ানিমেশন সিনেমাটি তৈরি হয়েছে।