Aabha Paul

নয়াদিল্লি: বলিউড অভিনেত্রী আভা পাল, মডেলিং দিয়ে কাজের শুরু করেন। তারপর ওয়েব সিরিজ থেকে সিনেমায় অভিনয়। সম্প্রতি আভা পাল (Aabha Paul) সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চিত মুখ। তিনি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছেন। এখানে তাঁকে একেবারে অন্যরকম সাজে দেখা যাচ্ছে। ফেরিওয়ালির সাজে তিনি একটি ছোট্ট ভিডিও বানিয়েছেন। এই নতুন সাজের ভিদিওতে তিনি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছেন। তাঁর এই ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। আরও পড়ুন : Nora Fatehi On Jacqueline Fernandez: জ্যকালিন যা বলছেন, তাতে হয়রানি, সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন, ২০০ কোটির আর্থিক তছরুপ মামলায় দাবি নোরার

দেখুন ভিডিও

 

View this post on Instagram

 

A post shared by Aabha Paul (@aabhapaulofficial)