Bollywood Songs Sung and Composed by Rashid Khan (Photo Credits: Youtube and Wikimedia commons)

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতের নক্ষত্র পতন। অকালেই বিদায় নিলেন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী উস্তাদ রশিদ খান (Rashid Khan)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৫ বছর। মারণ রোগের কাছে হার মেনে আজ মঙ্গলবার মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন তিনি। জীবনের মেহফিল থেকে চিরবিদায় নিলেন উস্তাদ রশিদ খান। শিল্পীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল দুপুরে রবীন্দ্রসদন তাঁকে গানস্যালুটের সম্মান দেওয়া হবে। টালিগঞ্জের কবরস্থানে হবে শেষকৃত্য। পঞ্চভূতে বিলীন হয়ে যাবেন উস্তাদ রশিদ খান। তবে সঙ্গীত জগতে তাঁর অনবদ্য সৃষ্টি চিরস্মরণীয় হয়ে থাকবে আগামী প্রজন্মদের কাছে।

শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম দিকপাল উস্তাদ রশিদ খান শুধুমাত্র শাস্ত্রীয় সঙ্গীতেই নিজেকে আটকে রাখেননি। হিন্দি ও বাংলা ছবিতে গান গাওয়ার পাশাপাশি ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন। রশিদ খানের গাওয়া ও সুর করা বলিউডের এমনই সেরা পাঁচ গানের তালিকা দেখে নিন (Bollywood Songs by Rashid Khan)।

১) আওগে যাব তুম (Aaoge Jab Tum)

২০০৭ সালে মুক্তি পেয়েছিল শহিদ কাপুর এবং করিনা কাপুর খান অভিনীত 'যাব উই মেট (Jab We Met) ছবিটি। সেই ছবিরই জনপ্রিয় গান 'আওগে যাব তুম' উস্তাদ রশিদের গলায় অন্য মাত্রা পেয়েছে।

২) আল্লাহ হি রেহেম (Allah Hi Reham)

২০১০ সালে শাহরুখ খান এবং কাজল অভিনীত 'মাই নেম ইজ খান' (My Name Is Khan) ছবিটি আজও সকলের মনে থেকে গিয়েছে। শিল্পীর গাওয়া ছবির গান 'আল্লাহ হি রেহেম' যেন তাঁর জন্যের সৃষ্টি হয়েছিল।

৩) ঝিনি রে ঝিনি (Jheeni Re Jheeni)

২০১৩ সালে মুক্তি পেয়েছিল 'ইসাক' (Issaq) ছবিটি। অভিনয় করেছিলেন প্রতীক বব্বর, আমায়রা দস্তুর, নীনা গুপ্ত প্রমুখরা। ছবির 'ঝিনি রে ঝিনি' গানে গলা দিয়েছিলন উস্তাদ।

৪) দিওয়ানা কার রাহা হ্যায় (Deewana kar Raha Hai)

ইমরান হাশমি, বিপাশা বসু, ঈশা গুপ্ত অভিনীত 'রাজ থ্রি' (Raaz 3) ছবির অত্যন্ত জনপ্রিয় গান 'দিওয়ানা কার রাহা হ্যায়'। ছবির গানটি গেয়েছেন জাভেদ আলি। তবে সঙ্গীত পরিচালনার দায়িত্ব ছিলেন রশিদ খান।

৫) তু বানজা গালি বেনারস কি (Tu Banja Gali Benaras Ki) 

কৃতি খরবন্দা এবং রাজকুমার রাও অভিনীত ২০১৭ সালের ছবি 'শাদি মে জরুর আনা' (Shaadi Mein Zaroor Aana)। এই ছবির মিষ্টি প্রেমের গান 'তু বানজা গালি বেনারস কি' তৈরি করেছেন প্রয়াত শাস্ত্রীয় শিল্পী উস্তাদ রশিদ খান।