Achyut Potdar Die (Photo Credit: X)

নয়াদিল্লি: প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার ৯১ বছর বয়সে প্রয়াত হয়েছেন। পোতদার ব্লকবাস্টার চলচ্চিত্র ‘৩ ইডিয়টস’-এ কঠোর অধ্যাপকের ভূমিকায় অভিনয়ের জন্য বিখ্যাত। তিনি মহারাষ্ট্রের থানের জুপিটার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, যেখানে তিনি স্বাস্থ্যজনিত সমস্যার কারণে ভর্তি ছিলেন।

অচ্যুত পোতদার হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে ১২৫টিরও বেশি চরিত্রে অভিনয় করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্র হলো আক্রোশ, পরিনীতা, লাগে রাহো মুন্নাভাই, রঙ্গীলা, এবং দাবাং ২। তিনি টেলিভিশনেও উল্লেখযোগ্য কাজ করেছেন, যেমন ওয়াগলে কি দুনিয়া, মাঝা হোশিল না, এবং মিসেস তেন্ডুলকর-এর মতো ধারাবাহিকে। তাঁর আইকনিক সংলাপ ‘অ্যারে কেহনা ক্যা চাহতে হো?’ এবং ‘ক্যা বাত হ্যায়’ সোশ্যাল মিডিয়ায় আজও ভাইরাল।

আরও পড়ুন: Faisal Khan, Aamir Khan: আমির খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন ভাই ফয়জল খানের

অচ্যুত পোতদার কোনো পেশাদার প্রশিক্ষণ ছাড়াই ৪৪ বছর বয়সে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। এর আগে তিনি ভারতীয় সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদে এবং ইন্ডিয়ান অয়েলে ২৫ বছর কাজ করেছিলেন। তাঁর মৃত্যুতে ভক্ত এবং সহকর্মীরা সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন।