Faisal Khan, Aamir Khan. (Photo Credits:X)

Faisal Khan, Aamir Khan: বলিউডের মহাতারকা আমির খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তাঁর ভাই ফয়জল খানকে। আমির ও ফয়জল খান (Faissal Khan)-কে একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল বলিউডের চিরকালীন ফ্লপ সিনেমা 'মেলা'য়। তাঁকে গৃহবন্দি করে রাখার পাশাপাশি পরকীয়ায় মত্ত আমির, রয়েছে অবৈধ সন্তানও, এমন অভিযোগও তুললেন ভাই ফয়জল খান। এই কারণে তিনি আর তাঁর পরিবারের কারও সঙ্গে কোনও সম্পর্ক রাখবেন না বলে সাংবাদিকদের সামনে এদিন ঘোষণা করেন ফয়জল।

আমিরের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোহ ফয়জল খানের

ফয়জলের অভিযোগ, তিনি সব গোপন সত্য়ি ফাঁস করে দিতে পারেন এমন আশঙ্কায় দাদা আমির তাঁকে ঘরবন্দি করে রাখতেন। বাইরে যাতে কারও সঙ্গে যোগাযোগ না করা যায় তাই তার কাছে কেড়ে নেওয়া হয়েছিল মোবাইল ফোনও। বাড়ির বাইরে পা রাখার অনুমতিও ছিল না ফয়জলের! নানারকমের ওষুধ খাইয়ে তাকে অচৈতন্য করে রাখা, রক্ষী বসিয়ে গৃহবন্দি করে রাখার অভিযোগও তুলেছেন ফয়জল।

দেখুন কী অভিযোগ করলেন ফয়জল খান

দেখুন ফয়জলের অভিযোগ

নতুন করে জীবন শুরু করে ছবির পরিচালক হতে চান ফয়জল

আমির খান ও তার পরিবারের সবার সঙ্গে সম্পর্ক শেষ করে তিনি আবার নতুন করে জীবন শুরু করতে চান, এমনকী ছবি পরিচালক হিসাবে কেরিয়ার নিয়েও ভাবতে চান বলে ফয়জল জানান। তাঁর জীবন নিয়ে কেউ সিনেমা করতে চাইলে, তিনি দারুণ খুশি হবে বলেও ফয়জল জানিয়েছেন। তাঁর জীবনের সিনেমায় আমির খান ভিলেন চরিত্র হবে বলে সাফ জানিয়েছেন তিনি।