Karishma Sharma (Photo Credit: Instagram)

মুম্বই, ১২ সেপ্টেম্বর: ট্রেন থেকে লাফ দিতে গিয়ে আহত হলেন করিশ্মা শর্মা (Karishma Sharma)। হঠাৎ করেই অভিনেত্রী আহত হয়ে পড়েন। মুম্বইতে লোকাল ট্রেন থেকে ঝাঁপ দেন করিশ্মা। ট্রেন থেকে লাফ দিতেই হঠাৎ আহত হন রাগিনী এমএমএস টু-খ্যাত (Ragini MMS Returns) অভিনেত্রী। ট্রেন থেকে লাফ দেওয়ায় অভিনত্রীর শরীরের একাধিক জায়গায় আঘাত লেগেছে। ফলে আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

কীভাবে আহত হলেন করিশ্মা শর্মা

মুম্বইয়ের চার্চগেট স্টেশনে সম্প্রতি যান করিশ্মা শর্মা। সেখানে চলছিল রাগিনী এমএমএস রিটার্নসের শ্যুট। সেই শ্যুট করতে গিয়ে আহত হন করিশ্মা শর্মা। তবে শ্যুট শুরুর আগেই আহত হন অভিনেত্রী।

করিশ্মা জানান, তিনি শাড়ি পরে চার্চগেট স্টেশনে গিয়েছিলেন। শাড়ি পরে ভিড় ট্রেনে উঠে পড়েন তিনি। তবে অভিনেত্রী উঠলেও, তাঁর সঙ্গীরা কেউ ট্রেনে চড়তে পারেননি। যা দেখে তিনি হকচকিয়ে যান। এরপর চলন্ত ট্রেন থেকেই নামতে যান তিনি। শাড়ি পরে চলন্ত ট্রেন থেকে করিশ্মা যখন ঝাঁপ দেন, সেই সময় তিনি নিজেকে সামলাতে পারেননি। প্ল্যাটফর্মের উপর তিনি পড়ে যান। যার জেরে করিশ্মা শর্মা গুরুতর আহত হন বলে জানান নায়িকা।

আরও পড়ুন: Kapil Sharma Gets Threat: কপিল শর্মাকে প্রকাশ্যে হুমকি, ভিডিয়ো দেখলে চমকে উঠবেন

করিশ্মা শর্মার বন্ধু অভিনেত্রীর দুর্ঘটনার কথা জানান 

করিশ্মার বন্ধু তিয়াসা পাল নিজের স্টোরিতে দুর্ঘটনার কথা জানান। যেখানে মুম্বইের চার্চগেট স্টেশনের প্ল্যাটফর্মে শাড়ি পরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় করিশ্মাকে। সেই সঙ্গে তিয়াসা সাধারণ মানুষের জন্য  চিন্তাও ব্যক্ত করেন। যাঁরা প্রতিদিন লোকান ট্রেনে চড়ে যাতায়াত করেন, তাঁদের কোন কোন অসুবিধার সম্মুখীন হন, তা স্পষ্টভাবে বোঝা যায় বলে মন্তব্য করেন করিস্মা শর্মার বন্ধু তিয়াশা পাল।