Kapil Sharma (Photo Credit: Instagram)

মুম্বই, ১১ সেপ্টেম্বর: এবার হুমকি দেওয়া হল কপিল শর্মাকে (Kapil Sharma)। এমএনএস (MNS) অর্থাৎ মহারাষ্ট্র নবনির্মাণ সেনার তরফে হুমকি দেওয়া হয় কপিলকে। অভিযোগ, কপিল শর্মা তাঁর শোয়ে মুম্বইকে নাকি যোগ্য সম্মান দিচ্ছেন। তিনি শোয়ের মাঝে মুম্বই (Mumbai) না বলে কখনও 'বম্বে' বলছেন আবার কখনও 'বম্বাই' বলছেন। এই দুই নামে মুম্বইকে সম্মোধন করা যাবে না। মুম্বইকে মুম্বই নামেই ডাকতে হবে বলে কপিল সর্মাকে জানানো হয় এমএনএসের তরফে।

পাশাপাশি কপিল যদি আর কখনও মুম্বইকে বম্বে বা বম্বাই বলে সম্মোধন করেন, তাহলে তার ফল কৌতুক অভিনেতাকে ভুগতে হবে বলে দেওয়া হয় হুমকি।

অময় খোপকর নামে এমএনএসের ফিল্ম উইংয়ের এক নেতা এভাবেই কপিল শর্মাকে হুমকি দেন। কপিল যেভাবে মুম্বইকে বম্বে, বম্বাই বলে সম্মোধন করছেন, তাতে তাঁরা ক্ষুব্ধ নন। রেগে যাচ্ছেন। তাই এইসব নামে আর মুম্বইকে সম্মোধন করা যাবে না বলে জানান অময়।

পাশাপাশি চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরুকে যদি সঠিক নামে ডাকা হয়, মুম্বইকে কেন নয় বলে প্রশ্ন তোলেন অময় খোপকর।

শুনুন কী বললেন এমএনএস নেতা অময় খোপকর...

 

সম্প্রতি কপিল শর্মার কানাডার ক্যাপস ক্যাফেতে পরপর দুবার ভাঙচুর চালায় বিষ্ণোই গ্যাং। ওই ক্যাফের উদ্বোধনে কপিল কেন সলমন খানকে আমন্ত্রণ জানান, সে বিষয়ে প্রশ্ন তুলে চালানো হয় ভাঙচুর।

এরপর কানাডার বাইরে মুম্বইতেও কপিল ছাড় পাবেন না বলে হুমকি দেওয়া হয়।

বিষ্ণোই গ্যাংয়ের পর এমএনএসের তরফে তোলা হয় কপিল শর্মার বিরুদ্ধে আরও একটি অভিযোগ। যদিও কপিল এ বিষয়ে পালটা কোনও মন্তব্য এখনও করেননি।