New BS6 Maruti Celerio CNG Variants Launched in India (Photo Credits: Maruti Suzuki India)

বিএস ৬ ভার্সানের এস সিএনজি (S-CNG) সেলেরিও (Celerio) আনল মারুতি। তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই গাডিটি। এইচ ২ ট্যুর (Tour H2 CNG), ভিএক্সআই (VXi CNG) এবং ভিএক্সআই (ও) (VXi(O) ) ভেরিয়েন্ট পাওয়া যাবে। মারুতি সেলেরিও এস-সিএনজি ৯৯৮ সিসি, ৩ সিলিন্ডার, কে-সিরিজের পেট্রল ইঞ্জিন রয়েছে। সিএনজি-তে চলার সময় ৫৮ এইচপি (HP) এবং ৭৮ এনএম সরবরাহ করবে এবং পেট্রলে চালালে ৬৭ এইচপি এবং ৯০ এনএম সরবরাহ করবে। এই ইঞ্জিনটি ৫টি ম্যানুয়াল গিয়ারবক্সে পাওয়া যাবে।

মারুতি সেলেরিওতে রয়েছে এসি, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডোজ, ড্রাইভার-সাইড এয়ারব্যাগ, এবিএস, হাই স্পিড অ্যালার্ট এবং সিট-বেল্ট রিমাইন্ডারের মতো সরঞ্জাম। ভিএক্সআই (ও) ভ্যারিয়েন্টে সাইড এয়ারব্যাগ, সুরক্ষা ব্যবস্থা এবং সামনে সিট বেল্ট প্রটেনশনার রয়েছে। চলানো সহজ ও মেইনটেনেন্স খরচ কম বলে এই গাড়িটি বেশ জনপ্রিয়। কয়েক বছর আগে মারুতি একটি ডিজেল ভ্যারিয়েন্ট বাজারে এনেছিল। তাতে ছিল ২ সিলিন্ডার ডিজেল ইঞ্জিন। কিন্তু পরে বিক্রি বন্ধ হয়ে যায়। কারণ পেট্রল চালিত গাড়ির চাহিদা বাড়ছিল। আরও পড়ুন: Porsche launches Cayenne Coupe: ভারতে নতুন স্পোর্টসকার লঞ্চ করল পোর্সে, এক ক্লিকেই জেনে নিন গাড়ির নাম এবং দাম

কোন ভ্যারিয়েন্টের কত দাম:

Tour H2 CNG – ৫ লাখ ৩৭ হাজার টাকা

VXi CNG – ৫ লাখ ৬১ হাজার টাকা

VXi(O) CNG – ৫ লাখ ৬৮ হাজার টাকা