নয়াদিল্লি, ১৭ মার্চ : লাক্সরি স্পোর্টস কারমেকর Porsche ভারতে লঞ্চ করল Cayenne Coupe model। ভারতীয় টাকায় যার দাম ১.৩২ কোটি টাকা। অন্যদিকে, Cayenne Turbo Coupe-র দাম ধার্য করা হয়েছে ১.৯৮ কোটি টাকা। সংস্থার তরফে জানানো হয়েছে, Cayenne Coupe এবং Cayenne Turbo Coupe-এই দু'টি গাড়িই থার্ড জেনারেশনের। তবে, এখনই ভারতের কোনও শোরুমে এই গাড়িটি পাওয়া যাবে না।কোনও গ্রাহক যদি কেনার জন্য ইচ্ছুক হন, তাহলে অর্ডার দিলে তবেই পাওয়া যাবে এই গাড়িটি
বিশেষ turbocharged engine দিয়ে তৈরি এই গাড়িটি। Cayenne Coupe model-র গাড়িগুলি 3-liter V6 turbo engine দিয়ে তৈরি। যার জেরে চালক ২৪৩কেএমপিএইচ স্পিডে গাড়ি চালাতে পারবেন। আরও পড়ুন: Citizenship Act Protests In Northeast: নাগরিকত্ব আইনের প্রতিবাদে জ্বলছে উত্তর-পূর্ব, নাগরিকদের সাবধানতা অবলম্বন করতে বলল অ্যামেরিকা, ব্রিটেন, কানাডা ও ফ্রান্স
Porsche Cayenne Coupé is Now in India.#CayenneCoupé #ShapedByPerformance #Porsche pic.twitter.com/hIAXrEmC2A
— Porsche India (@Porsche_India) December 13, 2019
Cayenne Coupe model-র গাড়িগুলির ভিতরের অংশটি দেখলেও চমকে যাবেন। রয়েছে স্লিমার ফ্রন্ট উইন্ডস্ক্রিন এবং A-pillar. স্লোপিং রুফলাইন রয়েছে গাড়ির উপরের অংশে যা গাড়ির উচ্চতা ২০ মিলিমিটার পর্যন্ত কম করা গিয়েছে। এছাড়াও রয়েছে ১৮ মিলিমিটার ওয়াইডার বাম্পার। এছাড়াও রয়েছে একটি ড্যাশবোর্ড, কন্ট্রোলস এবং টাচস্ক্রিন।
তবে, এই নিত্যনতুন ফিচার-সহ গাড়িটি আদৌ কতটা বিক্রি হবে ভারতে সেটি নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে সংস্থার উচ্চপদস্থ আধিকারিকরা। কারণ গত বছর থেকেই এই গাড়ির বিক্রির পরিমাণ যথেষ্ট কমে গিয়েছে। এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফ থেকে।