Nitin Gadkari On Electric Vehicle Price: ১ বছরের মধ্যেই দেশে পেট্রোল চালিত গাড়ির মূল্যের সমান হবে বিদ্যুৎ চালিত গাড়ি, বললেন নীতিন গডকরি
Nitin Gadkari. (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৭ জুন:  এক বছরের মধ্যেই দেশে পেট্রোল চালিত গাড়ির দাম  ও বিদ্যুৎ চালিত গাড়ির দাম এক হয়ে যাবে। শুক্রবার একথা বলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরি (Nitin Gadkari)। গডকরি আরও বলেন,  পেট্রোল ও ডিজেলের বদলে ফসলের অবশিষ্টাংশ দিয়ে ইথানল তৈরিতে জোর দিয়েছে কেন্দ্রের সরকার। আরও পড়ুন-West Bengal Joint Entrance Exam Result Declared: পশ্চিমবঙ্গ জয়েন্টের প্রবেশিকার ফল প্রকাশ, প্রথম হয়েছেন বারাকপুরের হিমাংশু শেখর

TV9 What India Think Today Global Summit-এ গিয়ে নীতিন গডকরি বলেন, “এক বছরের মধ্যেই দেশে পেট্রোল চালিত গাড়ির মূল্যের কাছে চলে আসবে বিদ্যুৎ চালিত গাড়ির মূল্য। এবং আমরা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে অর্থ সাশ্রয় করব।”

তিনি জানান, সরকার এখনই বৃহত্তরভাবে ফসলের অবশিষ্টাংশকে জ্বালানি হিসেবে কাজে লাগানোর তোরজোর শুরু করে দিয়েছে। মনে রাখতে হবে যে স্থলপথের তুলনায় জলপথে যাতাযাতের খরচ অনেক কম। আর এই বিষয়টিকেই তুলে ধরতে তৎপর সরকার।