সান ফ্রান্সিসকো: করোনা মহামারির সময় থেকে বিশ্বের বড় বড় কোম্পানিগুলি ব্যয় সংকোচনের জন্য কর্মী ছাঁটাইয়ের রাস্তায় হাঁটছে। বর্তমানে পৃথিবীজুড়ে করোনার প্রকোপ অনেকটা কমলেও বন্ধ হয়নি কর্মী ছাঁটাই। বরং অনেক কোম্পানি নতুন করেই এই প্রক্রিয়া শুরু করেছে। এর ফলে প্রায় দিন কাজ হারাচ্ছেন অনেক মানুষ। বৃহস্পতিবার জানা গেল, ব্যবসায় মন্দা চলছে। তাই খরচ কমানোর জন্য ফের কর্মী ছাঁটাই (Lay offs) করছে বিশ্বখ্যাত পোশাক বিক্রেতা সংস্থা (Worldwide clothing and accessories retailer) গ্যাপ (Gap)।
সংস্থার তরফে জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর মাসে ৫০০ কর্মীকে ছাঁটাই করেছিল তারা। তবে এবার আরও তিনগুণেরও বেশি অর্থাৎ ১৮০০ জন কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে।
এই সিদ্ধান্তের ফলে গ্যাপের সদর দফতরগুলির কর্মীদের পাশাপাশি উচ্চ পদে কাজ করা কর্মচারীরা প্রভাবিত হবেন। এছাড়া সমস্যায় পড়বেন সদর দফতরের বাইরে থাকা বিভিন্ন আঞ্চলিক স্টোরগুলিতে নেতৃত্বের দায়িত্বে থাকা কর্মীরা।
সূত্রের খবর, সম্প্রতি এই বিষয়ে সংস্থার বর্তমান সিইও বব মার্টিন (Bob Martin) একটি বিবৃতি প্রকাশ করেছেন। তাতে উল্লেখ করা হয়েছে যে সংস্থাটি বর্তমানে লোকসান কাটিয়ে লাভের মুখ দেখার জন্য মরিয়া লড়াই চালাচ্ছে। এই বছরের মধ্যেই ৩০০ মিলিয়ন মার্কিন ডলার কোম্পানির কোষাগারে জমা করতে চাইছে। এই কর্মী ছাঁটাই সিদ্ধান্ত তা বাস্তবায়িত করতে সাহায্য করবে। আর তাই জুলাই মাসের মধ্যে কর্মী ছাঁটাই প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে তারা। সংস্থাটিকে নতুন রূপে সাজাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আরও পড়ুন: North Korea on Space Program: জাতীয় উন্নয়নের জন্য মহাকাশ কর্মসূচি 'অপরিহার্য', জানাল উত্তর কোরিয়া