Photo Credits: IANS

ক্যালিফোর্নিয়া: আমেরিকার (USA) ক্যালিফোর্নিয়ায় (California) ক্রমশ ভয়াবহ হচ্ছে দাবানল (wildfire) পরিস্থিতি। আগুন (Fire) ক্রমশ ক্যালিফোর্নিয়ার গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে ক্লার্ক কাউন্টি অফ নেভাদাতেও (Clark County of Nevada)। গত ২৮ জুলাই থেকে লাগা ভয়াবহ এই দাবানলের কারণে এখনও পর্যন্ত ৯৪ হাজার ৯ একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বন দফতর সূত্রে জানা গেছে। এই বছরের মধ্যে এটা ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে বড় আগুনের ঘটনা বলে জানানো হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ক্যালিফোর্নিয়ার মোজাভে ন্যাশনাল প্রিজার্ভের (Mojave National Preserve) অন্তর্গত নিউইয়র্ক মাউন্টেন রেঞ্জের (New York Mountain Range) মধ্যে থাকা একটি ব্যক্তিগত সম্পত্তিতে (private property) আগুন লেগে যায়। তারপর হু হু করে চারিদিকে ছড়িয়ে পড়ে দাবানলের আগুন। এরপর রবিবার ক্যালিফোর্নিয়ার গণ্ডি পেরিয়ে পৌঁছে যায় নেভাদাতে। ভয়াবহ আগুনের ফলে আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মোজাভে মরুভূমিতে অবস্থিত মোজাভে ন্যাশনাল প্রিজার্ভ পুরো পুড়ে ছাই হয়ে গেছে। মরুভূমির অন্য এলাকায় আগুন নেভাতে দমকল কর্মীরা দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু, অবস্থা খুবই ভয়ানক আকার ধারণ করেছে। পরিস্থিতি দেখে পুরো মরুভূমির গাছপালা পুড়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আগুন ইতিমধ্যে আভি কোয়া আমে বা স্পিরিট মাউন্টেন, জাতীয় স্মৃতিসৌধের কাছে পৌঁছে গেছে। এটিও ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

মোজাভে ন্যাশনাল প্রিজার্ভের আধিকারিক ও বিশেষজ্ঞরা বলছেন, ভয়ানক এই দাবানলের ফলে পরিবেশের প্রচুর পরিবর্তন হবে। পৃথিবীর মধ্যে একমাত্র এই এলাকায় হওয়া জোশুয়া গাছ-সহ অন্যান্য উদ্ভিদ পুরোপুরি পুড়ে গেলে পরবর্তী সময় আর তা ফিরে পাওয়া অসম্ভব হবে। গোটা অঞ্চলের আবহাওয়া ও জীববৈচিত্র্য বদলে যাবে। আরও পড়ুন: Niger Coup: নাইজারের অভ্যুত্থান নেতাদের উপর বাড়ছে আন্তর্জাতিক চাপ, দেশে জান্তা সমর্থন সমাবেশে শত শত লোক