Operation Sindoor (Photo Credit: X)

অপারেশন সিঁদুরে (Operation Sindoor) ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। খতম হয়েছে কমপক্ষে ১০০-এর বেশি জঙ্গি। রবিবার ডিজিএমও-র সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানিয়ে দেন ভারতীয় সেনাবাহিনীর আধিকারিকরা। এদিকে নয়াদিল্লিতেও দফায় দফায় বৈঠক করছেন প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীরা। এদিন ভারত সরকারের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেয় জঙ্গিদের জন্য পাকিস্তান আর সুরক্ষিত নয়। তাঁরা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে।

জঙ্গিদের উদ্দেশ্যে কড়া বার্তা ভারতের

সূত্রের খবর, এদিন পাকিস্তান বিশেষ করে সেদেশে যে জঙ্গিরা লুকিয়ে রয়েছে, তাঁদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়, সন্ত্রাসবাদীরা কোথাও নিরাপদ নয়। তাঁরা এক জায়গায় প্রশিক্ষণ নেবে, অন্য জায়গায় হামলা করবে, আর তারপরে সুরক্ষিত জায়গায় গিয়ে চারতলা বাংলোতে বসে থাকবে, এটা চলতে পারে না। আমরা তাঁদের উচিত শিক্ষা দেব। ১০ মে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরও ড্রোন ও ক্ষেপনাস্ত্র হামলা করেছে। এই চুক্তি লঙ্ঘনের পরিস্থিতি কী হতে পারে, সেটা তাঁদের জানা উচিত। অপারেশন সিঁদুর এখনও জারি আছে।

দেখুন পোস্ট

পহেলঘাম হামলার পরই জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ভারতের

প্রসঙ্গত, পহেলগামে হামলার পর পাকিস্তানে ঢুকে একাধিক জঙ্গিঘাঁটি নষ্ট করে ভারতীয় বায়ুসেনা। কমপক্ষে ১০০ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ভারত। যদিও এই জঙ্গিদের জন্য পাকিস্তান শোকপ্রকাশ করেছিল। পাল্টা হামলাও চালিয়েছিল ভারতের ওপর।