সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) আচমকা বন্যা। যার জেরে ভেসে যাচ্ছে রাস্তাঘাট। ডুবে যাচ্ছে গাড়ি। শুধু তাই নয়, রাস্তায় গাড়ি চালাতে গিয়ে যেভাবে জলের স্ত্রোত আছড়ে পড়ছে, তা দেখে ভয় পেয়ে যান অনেকেই। শারজা, ফুজিরাহ সহ একাধিক এলাকায় এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। যার জেরে বন্যা শুরু হয় ওই সব এলাকায়। ফুজিরাহর অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে রাস্তা থেকে শুরু করে বাড়িঘর, সব জলের নীচে। এমনকী, বন্যার পর বেশ কিছু এলাকায় ধস নামতেও শুরু করে।
Fujairah UAE ~ Floods ! pic.twitter.com/6m8evlzgwZ
— Rehman A (@rehmanspore) July 28, 2022
এক নাগাড়ে বৃষ্টির জেরে কীভাবে ধস নামতে শুরু করে দেখুন...
Entrance to the Emirate of Fujairah, next to the flagpole.
The flood caused a lot of damage#UAE #EmiratesRain #Fujairah #الامارات #السياق #امطار_الامارات #الفجيرة #الامارات_اليمن #چوہدریپرویز #Flood #FloodSituation pic.twitter.com/n1qm4AZlIc
— Siraj Noorani (@sirajnoorani) July 28, 2022
এক নাগাড়ে বন্যা (Flood) এবং ধসের ঝেরে ফুজিরাহ এলাকায় যেভাবে ঘর, বাড়ি ছেড়ে পালাতে শুরু করেছেন, তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করে প্রশাসনের।
আরও পড়ুন: Arpita Mukherjee: স্বাস্থ্য পরীক্ষার আগে হাসপাতালে প্রবেশের সময় কেঁদে ফেললেন অর্পিতা মুখোপাধ্যায়
খালিজ টাইমসের খবর অনুযায়ী, সংযুক্ত আরব আমিরশাহির পূর্ব দিকের একাধিক অঞ্চল বন্যার জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ। বন্যা দুর্গত এলাকায় উদ্ধার কাজ শুরু করেছে সেনা বাহিনী। বন্যা দুর্গতদের উদ্ধার করতে সব ধরনের চেষ্টা সেনা বাহিনীর তরফে চালানো হচ্ছে। তবে এই মুহূর্তে বৃষ্টি থামার কোনও লক্ষ্মণ নেই। ফলে লাল সতর্কতা জারি করা হয়েছে। সাধারণ মানুষ যাতে সাবধানে থাকেন, সেই আবেদন বার বার জানানো হচ্ছে সরকারের তরফে।