US Woman Stabbed 17 times by Husband (Photo Credits: X)

স্ত্রীর শরীরে একের পর এক কোপ। ১৭ বার কুপিয়ে স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছিল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ২০২০ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। অভিযুক্ত ফিলিপ ম্যাথু একজন ভারতীয়। স্ত্রী যে হাসপাতালে নার্সের চাকরি করতেন সেই হাসপাতালের পার্কিং এলাকাতেই তাঁকে কুপিয়ে খুন করে তাঁর দেহের উপর থেকে গাড়ি চালিয়ে চলে গিয়েছিলেন অভিযুক্ত ফিলিপ। স্ত্রী মেরিন জয়কে খুনের অভিযোগে দোষী সাবস্ত্য হয়েছেন ফিলিপ। মার্কিন সরকার তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে। মৃত্যুদণ্ড থেকে অভিযুক্তকে রেহাই দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে দোষীকে।

ফিলিপের স্ত্রী ২৬ বছর বয়সী মেরিন ফ্লোরিডায় ব্রোওয়ার্ড হেলথ কোরাল স্প্রিংসের একজন নার্স হিসাবে কর্মরত ছিলেন। ওই হাসপাতালের পার্কিং এলাকায় স্ত্রীকে গাড়িতে বসিয়ে মারধর করেন অভিযুক্ত। এরপর ছুরি দিয়ে ১৭ বার কোপ। গাড়ি থেকে দেহ ফেলে দিয়ে স্ত্রী দেহের উপর থেকে গাড়ি চালান তিনি। গোটা ঘটনার সাক্ষী থেকেছে মৃত মহিলার এক সহকর্মী। স্বামীর হাতে মেরিনের মর্মান্তিক খুনের বিবরণ পুলিশের কাছে অভিযোগে তিনিই জানিয়েছিলেন।

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, শুক্রবার মামলায় শুনানির দিন ছিল। এদিন নিজের পক্ষে বা নিজেকে বাঁচানোর জন্যে আইনের কোন রকম প্রতিদ্বন্দ্বিতা করেননি ম্যাথু। আর তার পরেই যুক্তরাষ্ট্রের আদালত অভিযুক্ত ম্যাথুকে  যাবজ্জীবন কারাদণ্ড শুনিয়েছে। এই রায়ের বিপক্ষে তাঁর মুক্তির আর কোন সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে।