তালিবান মুখপাত্র, ছবি আইএএনএস

কাবুল, ২৫ অগাস্ট: তালিবান এবং আমেরিকার মধ্যে ক্রমশ পারদ চড়তে শুরু করেছে৷ ৩১ অগাস্টের আগে আফগানিস্তান (Afghanistan) থেকে আমেরিকাকে সমস্ত মার্কিন বাহিনী প্রত্যাহার করতে হবে৷ এবার এভাবেই আমেরিকার বিরুদ্ধে সুর চড়ালেন তালিবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ৷

বুধবার এক সাংবাদিক সম্মেলনে হাজির হন জবিউল্লাহ মুজাহিদ (Zabihullah Mujahid)৷ ৩১ অগাস্টের পর মার্কিন বাহিনীকে আফগানিস্তানের মাটিতে আর কোনও উদ্ধার কাজ চালাতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানানো হয় তালিবানের তরফে৷

আরও পড়ুন: Taliban: তালিবানের উপর নির্ভর করছে মার্কিন সেনার আফগানিস্তান ছাড়ার পরিকল্পনা, সুর চড়ালেন বাইডেন

এদিকে মার্কিন (US) রাষ্ট্রপতি জো বাইডেন জানান, তালিবান (Taliban) কীভাবে সাহায্য করছে, কতটা সাহায্য করছে, তার উপর নির্ভর করছে আমেরিকান সেনার আফগানিস্তান ছাড়ার পরিকল্পনা৷ তিনি আরও বলেন, তালিবান কীভাবে মার্কিন সেনাকে সাহায্য করছে আফগানদের দেশ ছাড়ার বিষয়ে, তার উপর তাঁদের পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে৷ প্রসঙ্গত মার্কিন সেনা পুরোপুরি দেশ ছাড়লে তবেই আফগানিস্তানে সরকার গঠন নিয়ে তালিবান পরবর্তী পদক্ষেপ করবে বলে জানা যাচ্ছে৷

বাইডেনের ওই মন্তব্যের পর এবার বিষয়টি নিয়ে নিজেদের পালটা মতবাদ প্রকাশ্যে আনল তালিবান৷