
দিল্লি, ২৮ মে: আমেরিকা থেকে তাড়াতে হবে সমস্ত অভিবাসীদের। এমনই নির্দেশ জারি করা হল আমেরিকার তরফে। আমেরিকা থেকে প্রতিদিন ৩ হাজার করে অভিবাসী বা বিদেশিদের নিষ্কাশনের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই আমেরিকা থেকে অভিবাসী বিদায়ের নির্দেশ দিয়েছেন। ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথম দিকে যে হারে অভিবাসীদের আমেরিকা থেকে তাড়ানো হচ্ছিল, বর্তমানে তার সংখ্যা দ্বিগুন করে দেওয়া হয়েছে। অর্থাৎ এবার থেকে প্রতিদিন আমেরিকায় অবৈধ অভিবাসী হিসেবে ৩ হাজার মানুষকে পাকড়াও করার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যাচ্ছে, আগামী ১০ বছরের মধ্যে আমেরিকার অভিবাসন তহবিলে ১৪৭ বিলিয়ন ডলার অতিরিক্ত দেওয়া হবে। সেই লক্ষ্যেই ট্রাম্পের সদ্য পাশ করানো বিলের পর থেকে মার্কিন মুলুকে শুরু হয়েছে বেশি করে মানুষ তাড়ানোর কাজ।
আরও পড়ুন: Donald Trump on Putin: পুতিন আগুন নিয়ে খেলছেন, রাশিয়ায় মোহভঙ্গ ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
সেই সঙ্গে গোটা দেশ জুড়ে সীমান্ত পার করে যাতে কেউ আমেরিকায় প্রবেশ করতে না পারেন, সে বিষয়েও জোর দেওয়া হচ্ছে। সীমান্ত পেরিয়ে কেউ আমেরিকায় এবার থেকে প্রবেশ করতে পারবে না বলে স্পষ্ট জানানো হয়েছে ট্রাম্পের তরফে।