জো বিডেন (Photo Credits: Twitter)

ওয়াশিংটন, ২৭ মে: করোনাভাইরাসের মূলে পৌঁছাতে তৎপর আমেরিকা৷ সেজন্য দেশের গোয়েন্দা সমস্থাগুলিকে দ্বিগুণ কর্মদক্ষতা দেখানোর নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন (US President Joe Biden)৷ মহামারী করোনায় বিধ্বস্ত গোটা পৃথিবী৷ প্রায় ১৭ কোটি মানুষ কোভিডে আক্রান্ত হয়েছে৷ মৃত্যু মিছিলে শামিল ৩৪ লক্ষ৷ তবে এই সংক্রামিত ও সংক্রমণের জেরে মৃত্যুর পরিসংখ্যানে ভুল হয়েছে৷ লিখিত নথির তুলনায় করোনা আক্রান্তর সংখ্যা অনেক বেশি৷ একইভাবে মৃত্যুর হারও অনেক৷ যাইহোক এই মারণভাইরাসকে সমূলে উৎখাত করতে তৎপর আমেরিকা৷ সত্যি সত্যি চিনের পশু বাজার থেকে কোভিডের উৎপত্তি নাকি উহানের গবেষণাগারে করোনাভাইরাসের জন্ম হয়েছে, তা জানতে এবার উঠেপড়ে লেগেছেন জো বিডেন৷ ৯০ দিনের মধ্যে এর উত্তর চেয়েছেন তিনি৷ আরও পড়ুন-Coronavirus Cases In India: দৈনিক সংক্রমণ বাড়িয়ে ২৪ ঘণ্টায় করোনার বলি ৩ হাজার ৮৪৭ জন

উল্লেখ্য, গত বছর চিনা ভাইরোলজিস্ট লি-মেং ইয়ান দাবি করেছিলেন, উহানে চিনের সরকারি গবেষণাগারে তৈরি হয়েছে মারণ করোনাভাইরাস। এই সংক্রান্ত তথ্যপ্রমাণ আছে বলেও দাবি করেছিলেন তিনি। এর পর থেকেই কোভিডের উৎপত্তি নিয়ে নানা বিতর্ক দানা বেঁধেছে। মার্কিন মুলুকের অন্যতম ভাইরোলজিস্ট অ্যান্টনি ফউসি নিজেও কোভিডের উৎস নিয়ে সংশয় প্রকাশ করেছেন৷ এমতাবস্থায় মার্কিন স্বাস্থ্য সচিব জেভিয়ার বেকেরা চান, সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে ও অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে কোভিড-১৯ ভাইরাসের উৎস সন্ধান করা হোক৷ বিশ্বের মানবজাতির স্বার্থে এই উৎস সন্ধানের প্রয়োজনীয়তা রয়েছে৷ চিনকে যে একাজে সহযোগিতা করতেই হবে, নাম না করে তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন বিডেন৷ এই অনুসন্ধানের উদ্যোগে বিশ্বের অন্যান্য দেশকে পাশে পাওয়ার আগ্রহও দেখিয়েছেন তিনি৷

গোয়েন্দাদের উদ্দেশ্যে বলেছেন, “গোয়েন্দাদের উচিত দ্বিগুণ পরিশ্রম করা। যাতে তথ্য বিশ্লেষণ করে করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে নির্দিষ্ট সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছনো সম্ভব হয়। এবং ৯০ দিনের মধ্যে আমাকে রিপোর্ট দেওয়া যায়।”