
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মুখে আবারও শোনা গেল ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতিতে তাঁর ভূমিকার প্রসঙ্গ। দুই পরমাণু শক্তিধর পড়শি রাষ্ট্রের মধ্যে সংঘর্ষ বিরতি তাঁর মধ্যস্থতাতেই হয়েছে দাবি করে নয়া দিল্লিকে অস্বস্তিতে ফেলেছেন ট্রাম্প। সেই নিয়ে লাগাতার কেন্দ্রের মোদী সরকারকে বিঁধে চলেছে কংগ্রেস-সহ বিরোধীরা। এরই মাঝে আরও একবার ভারত-পাক সংঘর্ষ বিরতির (India Pakistan Ceasefire) মধ্যস্থতার কৃতিত্ব নিলেন মার্কিন প্রেসিডেন্ট। দাবি করলেন, বাণিজ্যের পথে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ রুখতে সক্ষম হয়েছেন তিনি। হোয়াইট হাউসে ট্রাম্পের অন্যতম পরামর্শদাতা তথা মার্কিন ধনকুবের ইলন মাস্কের (Elon Musk) বিদায়ী সাংবাদিক বৈঠক থেকে ভারত-পাক সংঘর্ষ বিরতি প্রসঙ্গ আবারও টানেন প্রেসিডেন্ট (Donald Trump)।
হোয়াইট হাউস থেকে পদত্যাগ ইলন মাস্কের
মার্কিন প্রশাসনের দফতর থেকে পদত্যাগ করেছেন ধনকুবের ইলন মাস্ক। শুক্রবার হোয়াইট হাউসে ছিল তাঁর শেষ দিন। এদিন ওভাল অফিসে টেসলা সিইও-র উপস্থিতিতে একটি বিদায়ী সাংবাদিক বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকেই ট্রাম্পের মুখে ফিরে আসে ভারত-পাকিস্তানের (India Pakistan) নাম। মার্কিন প্রেসিডেন্ট জানান, বাণিজ্যের পথ ধরে নয়াদিল্লি এবং ইসলামাবাদকে সংঘর্ষ বিরতিতে রাজি করাতে পেরে তিনি গর্বিত। তিনি আরও বলেন, ভারতের সঙ্গে আমেরিকার একটি বাণিজ্য চুক্তি হতে চলেছে। পাকিস্তানের প্রতিনিধিরা বানিজ্যে উৎসাহ দেখিয়ে আগামী সপ্তাহে আসছেন। এই পরিস্থিতিতে যদি দুই পড়শি দেশ ফের সংঘর্ষে জড়ায় তাহলে তাদের সঙ্গে বানিজে আগ্রহ হারাবে আমেরিকা।
কৃতিত্ব নিজের কাঁধে
#WATCH | US President Donald Trump says, "I think the deal I'm most proud of is the fact that we're dealing with India, we're dealing with Pakistan, and we were able to stop potentially a nuclear war through trade as opposed through bullets. You know, normally they do it through… pic.twitter.com/63wkY2O054
— ANI (@ANI) May 31, 2025
জম্মু কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ প্রাণ হারায়। পাক সন্ত্রাসী দমনে এরপর ভারত সরকার 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযান চালায়। পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা বাহিনী (Indian Army)। ভারতের প্রত্যাঘাতের পর হামলা শুরু করে পাক সেনা। সীমান্ত এলাকা উত্তপ্ত করে তোলে। বহু সীমান্তবাসীর প্রাণ যায়। পাকিস্তান বাহিনীর হামলা রুখতে পালটা হামলা চালায় ভারতও। দুই দেশের মধ্যে টানা চারদিন সংঘর্ষ চলে। অবশেষ ১০ মে নয়া দিল্লি এবং ইসলামাবাদের মধ্যে ফোনালাপ হয় এবং দুই দেশ সংঘর্ষ বিরতিতে সম্মত হয়। সেই খবর ভারত কিংবা পাকিস্তানের ঘোষণা করার আগেই ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) আগ বাড়িয়ে তা জানিয়ে দেন। এবং জানান, তাঁর মধ্যস্থতাতেই সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে ভারত এবং পাকিস্তান। এরপরেই মোদী সরকারকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা।